ইউজিসি কর্তৃক জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ প্রোগ্রামের অনুমোদন পেল পুণ্ড্র ইউনিভার্সিটি

বগুড়ায় অবস্থিত দেশের উত্তরাঞ্চলের জ্যেষ্ঠতম বেসরকারি বিশ্ববিদ্যালয় পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) কর্তৃক বিএসএস ইন জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ শীর্ষক প্রোগ্রামের অনুমোদন পেয়েছে এ ব্যাপারে ইউজিসি ০১ সেপ্টেম্বর ২০২৪ খ্রিঃ তারিখে স্বাক্ষরিত পত্র যার স্মারক নম্বর-৩৭.০১.০০০০.১৩২.৪১.০১০.২২.৫৪৫ মারফত পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি’র রেজিস্ট্রারকে অবহিত করে চার বছর মেয়াদী জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ প্রোগ্রামটি ১৪৪ ক্রেডিট আওয়ারস সংবলিত। পুণ্ড্র ইউনিভার্সিটি ডুয়েল সেমিস্টার ভিত্তিতে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে এবং আউটকাম বেইজড এডুকেশন ক্যারিকুলামের (ওবিইসি) মাধ্যমে দক্ষ শিক্ষকবৃন্দ আধুনিক শিক্ষা উপকরণ দ্বারা পাঠদান করে থাকেন। পুণ্ড্র বিশ্ববিদ্যালয়ে জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ প্রোগ্রাম চালুর মাধ্যমে দেশের উত্তারঞ্চলের মানুষের সাংবাদিকতা পেশায় পেশাদারিত্ব অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান প্রফেসর ড. হোসনে-আরা বেগম ও উপাচার্য প্রফেসর ড. চিত্তরঞ্জন মিশ্র আশাবাদ ব্যক্ত করেন। আগামী স্প্রিং-২০২৫ সেমিস্টার থেকে এ প্রোগ্রামে শিক্ষার্থীরা ভর্তি হতে পারবেন। খবর বিজ্ঞপ্তি