প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর, ২০২৪ ০০:০৪

সাঘাটায় যৌথ বাহিনীর অভিযান ও চিকিৎসাধীন অবস্থায় ২ জনের মৃত্যু

উপজেলা সংবাদদাতা, সাঘাটা, গাইবান্ধাঃ
সাঘাটায় যৌথ বাহিনীর অভিযান ও চিকিৎসাধীন অবস্থায় ২ জনের মৃত্যু

গাইবান্ধার সাঘাটায় যৌথ বাহিনীর অভিযানে আওয়ামী লীগ নেতা ও সাঘাটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোশারফ হোসেন সুইটসহ ৫ জন  গ্রেফতার হয়েছে। এর  মধ্যে সোহরাব হোসেন আপেল গাইবান্ধা সদর হাসপাতালে ও শফিকুল ইসলাম  বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

স্বজনদের অভিযোগ, আইন—শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানের সময় নির্যাতনে আটক ২ জন মারা গেছেন। পুলিশের দাবি, অভিযানের সময় অসুস্থতার কারণে তারা মারা গেছেন। নিহতের স্বজন ও এলাকাবাসী  জানান,  গাইবান্ধা—৫  আসনের সাবেক সংসদ সদস্য মাহমুদ হাসান রিপনের সাথে আওয়ামী লীগ দল করতেন তিনি। শেখ হাসিনা দেশ ছাড়ার পর একটি পক্ষ ও জনসাধারণ  উক্ত  চেয়ারম্যান সুইটের  অপসারণের দাবিতে  মানববন্ধন করে। এরপর নজরে আসে প্রশাসনের গত সোমবার গভীর রাতে সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযানে নামেন চেয়ারম্যান মোশারফ হোসেন সুইটের বাড়ীতে অভিযান চালায় । এসময় সুইটের ভাতিজা সোহরাব হোসেন আপেল, তার বাড়ির কাজের ছেলে শফিকুল, শাহাদৎ হোসেন, রিয়াজুল ইসলাম রকিসহ ৫ জনকে দেশীয়  অস্ত্রসহ  গ্রেফতার করা হয়। এ সময় ধস্তাধস্তির কারণে তারা গুরুতর আহত হন ।  পরে মঙ্গলবার বেলা সাড়ে ১০টার দিকে গাইবান্ধা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোহরাব হোসেন আপেল ও দুপুরের দিকে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিক্যালে শফিকুল ইসলাম মারা যান। এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশ এখনো নিজ গ্রাম  ভরত খালীতে আসেনি।  কর্তব্যরত চিকিৎসক বলছেন, আহত সুইটের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে রের্ফাডের প্রক্রিয়া চলছে। গাইবান্ধা জেলা অতিরিক্ত পুলিশ সুপার ইবনে মিজান। (মোবাইল অডিও কল রেকর্ড) জানান,অভিযানের সময় শারীরিক অসুস্থতার কারণে হাসপাতালে নেওয়ার পর তারা মারা গেছেন।
উপরে