২৪ তম আইসিএবি ন্যাশনাল অ্যাওয়ার্ডে ব্রৌঞ্জ পদক অর্জন করলো ইউসিবি পিএলসি
২৪ তম আইসিএবি ন্যাশনাল অ্যাওয়ার্ডের ‘প্রাইভেট সেক্টর ব্যাংকস’ ক্যাটাগরিতে ‘বেস্ট প্রেজেন্টেড অ্যানুয়াল রিপোর্টস ২০২৩’-এর জন্য ব্রৌঞ্জ পদক (জয়েন্ট) অর্জন করেছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) পিএলসি।
রাজধানী ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করে ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্টস অব বাংলাদেশ (আইসিএবি)।
আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ ও বাণিজ্য বিষয়ক উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। অনুষ্ঠানে প্রধান অতিথির কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন ব্যাংকটির ভারপ্রাপ্ত ম্যানেজিং ডিরেক্টর ও সিইও সৈয়দ ফরিদুল ইসলাম এবং ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও চিফ ফাইন্যান্সিয়াল অফিসার ফারুক আহমেদ, এফসিএ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার; বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মোহাং সেলিম উদ্দিন; এবং অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান, এফসিএমএ। আয়োজনে আরও উপস্থিত ছিলেন আইসিএবি’র প্রেসিডেন্ট ফোরকান উদ্দীন এফসিএ, ভাইস-প্রেসিডেন্টবৃন্দ, সাবেক প্রেসিডেন্ট সহ পুরস্কার বিজয়ী বিভিন্ন প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা।
ব্যাংকটির সাম্প্রতিক সাফল্যের পেছনে সুশাসন, টেকসই আর্থিক প্রবৃদ্ধি, উদ্ভাবন ও গ্রাহক-কেন্দ্রিক কৌশলের বিশেষ অবদান রয়েছে। এই সম্মান ও স্বীকৃতি অর্জনের পেছনেও এ বিষয়গুলোর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ধারাবাহিক সহযোগিতার জন্য ব্যাংকটি এর বোর্ড অব ডিরেক্টরস, শেয়ারহোল্ডার, গ্রাহক, কর্মী ও অন্যান্য সকল অংশীজনের প্রতি অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করে। খবর বিজ্ঞপ্তির