হাইকোর্টের নির্দেশে পূণরায় কর্মস্থলে যোগ দিলেন হিসাবরক্ষক কর্মকর্তা
বৈষম্যের শিকার রংপুর কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেডের হিসাবরক্ষক আব্দুর রউফ হাইকোটের নির্দেশে নিজ কর্মস্থলে যোগ দিয়েছেন। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বেলা ১২ টায় বৈষম্যের শিকার হওয়া হিসাব রক্ষক আব্দুর রউফকে বরণ করেন তার অফিসের কর্মরত সকল কর্মকর্তা—কর্মচারিসহ সমবায়ীগণ।
জানা যায়, হিসাব রক্ষক আব্দুর রউফ ২০০৩ সালের ১০ আগস্ট হতে রংপুর কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেডে কর্মরত ছিলেন, গত ১৫জুন/২৩ সালে অন্যায় কাজে বণিবনা না হওয়ায় কেন্দ্রীয় সমবায় ব্যাংকের সভাপতি আওয়ামীলীগ নেতা তুষার কান্তি মন্ডল তার নামে একটি মিথ্যা মামলা করেন এবং সাময়িক বরখাস্ত করেন। পরবর্তীতে গত ৩ সেপ্টেম্বর/২৪ তারিখের হাইকোটের এক আদেশে উক্ত সাময়িক বরখাস্ত হওয়া অব্যহতি পত্র অবৈধ ঘোষনা করেন ও হিসাব রক্ষক হিসেবে স্ব—পদে বসার অনুমতি প্রদান করেন। এরই প্রেক্ষিতে ১২ সেপ্টেম্বর হিসাব রক্ষক আব্দুর রউফ তার পদে পূণরায় যোগদান করেন।
জানতে চাইলে আব্দুর রউফ সাংবাদিকদের জানান, তৎকালীন কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেডের সভাপতি ও আওয়ামী লীগ নেতা তুষার কান্তি মন্ডলের অন্যায় আবদার না রাখতে পারায় তিনি আমার ওপর ক্ষিপ্ত হয়ে একটি মিথ্যা মামলা করেন ও সাময়িক বরখাস্ত করেন। এতে আমি বৈষম্যের শিকার হই। আমার বিশ্বাস ছিলো আদালতের উপর যে আমি সেখান হতে ন্যায় বিচার পাবো। তার ফলপ্রসূ আজ আমি আমার পদে বসে আছি। ন্যায় বিচার প্রতিষ্ঠা হলো। দোয়া করবেন যেন সততার সহিত কাজ করতে পারি।
এ সময় হিসাব রক্ষক আব্দুর রউফকে বরণ করেন শেখ পাড়া কৃষি সমবায় সমিতির সভাপতি খায়রুল ইসলাম, দামদপুর ইউনিয়ন বহুমূখী সমবায় সমিতির সভাপতি সামসুল আলম, মদনখালী বহুমূখী সমবায় সমিতির সাধারণ সম্পাদক জেন্নাতুল ইসলামসহ কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেডের কর্মকর্তা—কর্মচারী ও সকল স্তরের সমবায়ীগণ।