মহাপরিচালক মাকসুরা নূরের পদত্যাগের দাবিতে রংপুরে বিক্ষোভ
নার্সদের নিয়ে জঘন্য কটুক্তি করায় নার্সিং ও মিডওয়াফারি অধিদপ্তরের মহাপরিচালক মাকসুদা নূরের পদত্যাগের দাবিতে রংপুরে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে সকল নার্সিং শিক্ষক, কর্মকর্তা ও ছাত্র—ছাত্রীবৃন্দ। শনিবার (১৪ সেপ্টম্বর) সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সামনে উক্ত মানববন্ধন করেন তারা।
এ সময় তারা বলেন, আমাদের নার্সদের নিয়ে নার্সিং ও মিডওয়াফারি অধিদপ্তরের মহাপরিচালক মাকসুদা নূরের জঘন্য কটুক্তিকে আমরা প্রত্যাখ্যান করছি এবং একই সাথে তার পদত্যাগের দাবি করছি। তা নাহলে আমাদের আন্দোলন চলমান থাকবে। পাশাপাশি নার্সিং এর মহাপরিচালকসহ সকল পদের নার্সদের পদায়ন নিশ্চিত করার জন্য বর্তমান অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাসহ স্বাস্থ্য উপদেষ্টা ও সংশ্লিষ্ট সকলের সু—দৃষ্টি কামনা করছি। এ সময় নার্সিং বিভাগের রংপুর বিভাগীয় সমন্বয়ক আশরাফুল ইসলাম শামিম, রংপুর নার্সিং কলেজের অধ্যক্ষ নারগিস আক্তার বানু, ডিস্টিক পাবলিক নার্স বিলকিস বেগম, রংপুর মেডিকেলের কলেজ হাসপাতালের উপসেবা তত্বাবধায়ক রওশন আরা, সিনিয়র স্টাফ আবু বক্কর সিদ্দিকসহ উপস্থিত সকলে বক্তব্য রাখেন। এ সময় রংপুরের সকল নার্সিং কলেজ ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষক, কর্মকর্তা ও ছাত্র—ছাত্রীরা উপস্থিত ছিলেন।