প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর, ২০২৪ ১৯:০১

আত্রাইয়ে বৌভাত অনুষ্ঠানের দই- মিস্টি নিয়ে বাড়ী ফেরা হলোনা বর সাজেদুরের

নিজস্ব সংবাদদাতা, নওগাঁঃ
আত্রাইয়ে বৌভাত অনুষ্ঠানের দই- মিস্টি নিয়ে বাড়ী ফেরা হলোনা বর সাজেদুরের
নিহত সাজেদুর রহমান। ফাইল ছবি
শুক্রবার বিয়ে করেছেন সাজেদুর রহমান  (২৪)। শনিবার বাড়ীতে বিয়ের বৌভাত অনুষ্ঠানের রান্না চলছে। গরু-খাসি 
জবাই করে চলছে দুই শতাধীক লোকজনের খাবার আয়োজন। গ্রাম জুরেই  বইছে বিয়ের আনন্দ। কিন্তু একটি খবরে নিমিশের মধ্যেই বিয়ের আনন্দ বিষাদে  পরিনত হয়ে গেলো। বৌভাত অনুষ্ঠানের দই-মিস্টি নিয়ে ফেরার পথে ভ্যানের সাথে মোটরসাইকেলের ধাক্কায় নতুন বর সাজেদুর রহমান নিহত হন। এর সাথে আহত  হয়েছেন সাজেদুরের ভগ্নিপতি মিশন রহমান। তাকে রাজশাহী মেডিকেল কলেজ  হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। নিহত সাজেদুর নওগাঁর আত্রাই উপজেলার  নন্দনালী গ্রামের আজাদুল প্রামানিকের ছেলে। শনিবার বেলা পৌনে ১১টা 
নাগাদ উপজেলার শুটকিগাছা বাজার এলাকায় এঘটনা ঘটে।আত্রাই থানার পরিদর্শক (তদন্ত) লু’ফর রহমান নিহত সাজেদুরের পরিবারের বরাদ দিয়ে জানান,সাজেদুর পেশায় একজন মাইক্রো চালক ছিলেন। তিনি ঢাকায় 
মাইক্রো চালাতেন। শুক্রবার আনুষ্ঠানিকভাবে খালাতো বোনকে বিয়ে করেন সাজেদুর। শনিবার বৌভাত অনুষ্ঠানের আয়োজন চলছিল। সেই অনুষ্ঠানের দই-মিস্টি নিতে বাড়ী থেকে ভগ্নিপতি মিশন রহমান ও রতনকে সাথে নিয়ে 
মোটরসাইকেল যোগে ভবানীপুর বাজারে যান। সেখানে দই-মিস্টি নিয়ে ভগ্নিপতি রতনকে ভ্যানে তুলে দিয়ে মোটরসাইকেল যোগে মিশনসহ বাড়ীর পথে রওনা দেন সাজেদুর। পথি মধ্যে শুটকি গাছা বাজার এলাকায় পৌছলে 
মোটরসাইকেলের নিয়ন্ত্রন হারিয়ে ভ্যানের সাথে ধাক্কা লেগে গুরুত্বর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে আত্রাই হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকি’সক সাজেদুরকে মৃত্যু ঘোষনা করেন। আত্রাই হাসপাতালের জরুরীবিভাগের কর্তব্যরত চিকি’সক তারিকুল ইসলাম বলেন,সাজেদুরকে আমরা মৃত্যু অবস্থায় পেয়েছি।এছাড়া তার ভগ্নিপতি মিশনকে উন্নত চিকি’সার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। পরিদর্শক (তদন্ত) লু’ফর রহমান আরো জানান,নিহতের পরিবারের পক্ষ থেকে  দূর্ঘটনার বিষয়টি আমাদেরকে জানানো হয়েছে। ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে। 
উপরে