প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর, ২০২৪ ১৯:৫১
নামুজায় ইজিবাইকের ধাক্কায় এক শিশু নিহত
নিজস্ব প্রতিবেদক
বগুড়া সদরের নামুজায় ইজিবাইকের ধাক্কায় তৌহিদ নামে এক শিশু নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
জানা যায়, নামুজা ইউনিয়নের ভান্ডারী পাড়া গ্রামের মানিক মিয়ার শিশু পুত্র তৌহিদ (৫)। শনিবার দুপুর ২টায় বাড়ির পাশে পাকা রাস্তায় খেলা করার সময় ইজিবাইকের ধাক্কায় গুরুতর আহত হয়ে পড়ে।
চিকিৎসার জন্য বগুড়া শজিমেক হাসপাতালে নেওয়ার পথে মধ্যে তার মৃত্যু হয়।
এঘটনায় স্থানীয় ইউপি সদস্য রাসেল আলী জানান, শিশুর মৃত্যুর ঘটনায় কোন বাদী না থাকায় থানার পরামর্শে লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফন করা হয়েছে।
এ ঘটনা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।