প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর, ২০২৪ ০১:৩৭

নার্সদের নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ায় বগুড়াই নার্সিং কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক
নার্সদের নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ায় বগুড়াই নার্সিং কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ
সোমবার সকালে বগুড়া শজিমেক'র সামনে নার্সিং ও মিডওয়াইফারী অধিদপ্তরের পরিচালক মাকসুরা নুরের পদত্যাগ ও সকল নার্সদের পদায়নের দাবিতে অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। - ছবি: চাঁদনী বাজার

নার্সদের নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ার প্রতিবাদে, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালকের মাকসুরা নুরের পদত্যাগ ও সকল নার্সদের পদায়নের দাবিতে নার্সিং কলেজ এর শিক্ষক, নার্স, মিডওয়াইফারী কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে । রোববার সকাল ১১ টায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেলের বর্হিবিভাগের সামনে এ কর্মসূচি পালন করে বগুড়া নার্সিং কলেজ ও সংস্কার পরিষদের নেতৃবৃন্দ। এতে বক্তব্য রাখেন নার্সিং কলেজের অধ্যক্ষ নাসিমা শাহীন শজিমেকের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক (সেবা) মোসাম্মত উম্মে কুলসুম, নার্সিং কলেজের প্রভাষক রশিদা বেগম, নার্সিং ও মিডওয়াইফারী কলেজের প্রভাষক আনিছার রহমান, শজিমেকে'র সিনিয়র স্টাফ নার্স শফিকুল ইসলাম, শজিিীমেকের সিনিয়র স্টাফ নার্স ডেভিড দাশ এবং সিনিয়র স্টাফ নার্স রকিবউদ্দিন প্রমুখসহ নেতৃবৃন্দ। 

 
 
উপরে