প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর, ২০২৪ ০১:০১

গোবিন্দগঞ্জে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর মৃত্যু

উপজেলা সংবাদদাতা, গোবিন্দগঞ্জ, গাইবান্ধাঃ
গোবিন্দগঞ্জে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর মৃত্যু

গাইবান্ধার গোবিন্দগঞ্জে পারিবারিক কলহের জেরে স্বামীর ওপর অভিমান করে গলায় ফাঁস দিয়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে ওই গৃহবধুর স্বামীর বাড়িঘর ভেঙ্গে দিয়েছে তার শ্বশুর বাড়ির লোকজন। ঘটনাটি ঘটেছে গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের জগদীশপুর গ্রামে। 
জানা গেছে, তিনি ওই গ্রামের আতিকুর রহমানের সাথে স্ত্রী পাশ্ববর্তী কোচাশহর ইউনিয়নের ফুলপাড়া গ্রামের আব্দুর রউফ মিস্ত্রির মেয়ে রেফা আক্তারের (২২) প্রায় ৪ বছর আগে বিয়ে হয়। সংসার জীবনে তাদের আড়াই বছর বয়সী ১ শিশুপুত্র রয়েছে। বিয়ের পর থেকেই সংসারের ছোট—খাটো নানা বিষয়ে তাদের স্বামী—স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া—ঝাটি হতো। এরই এক পর্যায়ে রোববার দিবাগত রাতে পারিবারিক বিষয়ে তাদের দু’জনের মধ্যে আবারো ঝগড়া হয়। পরে বাড়ির লোকজন ঘুমিয়ে পড়লে স্বামীর ওপর অভিমান করে রেফা নিজ শয়ন ঘরের বাঁশের তীরের সাথে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁসিতে ঝোলে। এ সময় তার গলায় পঁ্যাচানো ওড়না ছিড়ে মেঝেতে পড়ে গেলে আতিকুর বিষয়টি টের পেয়ে হৈচৈ শুরু করে। পরে বাড়ির লোকজন ঘটনাটি বুঝতে পেরে ওই রাতেই অসুস্থ অবস্থায় রেফাকে প্রথমে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে তার অবস্থার অবনতি হওয়ায় রাত ১২টার দিকে তাকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে চিকিৎসাধীন অবস্থায় রাত আনুমানিক সাড়ে ৩ টার দিকে সেখানে রেফা মারা যায়। 

উপরে