প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর, ২০২৪ ০০:১৬

গাবতলীতে অবসরপ্রাপ্ত সেনা সদস্যকে কুপিয়ে জখম

উপজেলা সংবাদদাতা, গাবতলী, বগুড়াঃ
গাবতলীতে অবসরপ্রাপ্ত সেনা সদস্যকে কুপিয়ে জখম

বগুড়ার গাবতলীতে রফিকুল ইসলাম (৫৮) নামের অবসরপ্রাপ্ত এক সেনা সদস্যকে ধারালো অস্ত্রের আঘাতে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে প্রতিপক্ষরা। গুরুতর আহত স্বামীকে বাঁচাতে গিয়ে বেদম মারপিটের শিকার হয়েছেন স্ত্রী  নাজিরা বেগম (৪৯)। এ ঘটনায় থানায় একটি লিখিত এজাহার দায়ের করা হয়েছে। 
জানা গেছে, গাবতলীর সোনারায় ইউনিয়নের ছয়ঘড়িয়া গ্রামের অবসরপ্রাপ্ত সেনা সদস্য রফিকুল ইসলামের সাথে একই গ্রামের কতিপয় ব্যক্তির সাথে দীর্ঘদিনের বিরোধ ছিল। এরই জের ধরে গত ২০ সেপ্টেম্বর দুুপুর ১২টায় ওই প্রতিপক্ষরা দা, ছুড়ি ও বাঁশের লাঠিসোঠা নিয়ে রফিকুলের বসতবাড়ীতে হামলা চালায়। এ সময় হামলাকারীরা হত্যার উদ্দেশ্যে দা দিয়ে রফিকুলের মাথায় এলোপাতারিভাবে কুপিয়ে রক্তাক্ত জখম করে। খবর পেয়ে রফিকুলের স্ত্রী নাজিরা বেগম এগিয়ে এলে তাকেও মারপিট করে ছেলা ফোলা জখম করে। এ ঘটনায়  গত ২২ সেপ্টেম্বর রফিকুলের স্ত্রী নাজিরা বেগম বাদী হয়ে ৫জনের নাম উল্লেখ করে এবং ২/৩ জনকে অজ্ঞাত বলে থানায় একটি এজাহার দায়ের করেন। এ ব্যাপারে এজাহারের তদন্তকারী কর্মকর্তা এসআই জাহিদ বলেন, এজাহারের ঘটনাটি নিবিরভাবে তদন্তপূর্বক দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।  

 

উপরে