প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর, ২০২৪ ০০:২২

রংপুরে প্রতারণার শিকার গ্রাহকদের বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন

জালাল উদ্দিন, রংপুরঃ
রংপুরে প্রতারণার শিকার গ্রাহকদের বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন

আজিজ কো—অপারেটিভ কমার্স এন্ড ফাইন্যান্স সোসাইটি লিমিটেড এর প্রতারণার শিকার রংপুর সিটি কর্পোরেশনসহ জেলার প্রায় প্রতিটি উপজেলায় মোট ১৪টি শাখা খুলে প্রায় ৩হাজার গ্রাহকের কাছ থেকে আনুমানিক ৪০ কোটি টাকা নিয়ে উধাও হয়েছে, এই প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও সেক্রেটারীসহ যে সমস্ত কর্মকর্তা—কর্মচারী এই অর্থ আত্মসাৎ ও প্রতারণার সাথে জড়িত তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি ও প্রতারণার শিকার গ্রাহকদের আমানতের অর্থ ফিরে পাওয়ার দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সোমবার (২৩ সেপ্টেম্বর) সকালে নগরীর প্রেসক্লাব চত্বরে আজিজ কো—অপারেটিভ কমার্স এন্ড ফাইন্যান্স ব্যাংক লিমিটেড এর প্রতারণার স্বীকার রংপুর জেলার সকল গ্রাহকবৃন্দের আয়োজনে উক্ত বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
এ সময় বক্তারা বলেন, আমরা আজিজ কো—অপারেটিভ কমার্স এন্ড ফাইন্যান্স সোসাইটি লিমিটেড, যা সমবায় অধিদপ্তরের তালিকাভূক্ত যার রেজিষ্ট্রেশন নং—২৩০ এর পাতানো জালে পরে নিঃস্ব হয়েছি। এর চেয়ারম্যান এম তাজুল ইসলাম ও সেক্রেটারী হারুন অর রশিদ মজুমদারসহ তাদের নেত্রীত্বে তাদের কর্মকর্তা—কর্মচারী আমাদের টাকা নিয়ে পালিয়েছে। আমাদের টাকা ফেরত দেয়া হোক। আমাদের জানের বিনিময় হলেও আমাদের টাকা আমরা ফেরত চাচ্ছি। কেননা আমরা চলে গেলেও যাতে আমাদের পরিবার এই টাকা দিয়ে কিছু করতে পারে। তারা পৃথিবীতে খেয়ে বেচেঁ থাকতে পারে। বর্তমান অন্তবর্তীকালীন সরকার প্রধানের কাছে আমাদের দাবি আমাদের জন্য কিছু করুন।
বিক্ষোভ ও মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ভূক্তভোগী গ্রাহক একরামুল হক, শাহ আলম সরকার, রেজাউল করিম, জাকির হোসেন প্রমূখ

 

উপরে