প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর, ২০২৪ ০১:০৩

ছাত্র গণঅভ্যুত্থানে পুলিশের গুলিতে ৪৮দিন মৃত্যুর সাথে যুদ্ধে হারমানা রাতুলের জানাজা

নিজস্ব প্রতিবেদক
ছাত্র গণঅভ্যুত্থানে পুলিশের গুলিতে ৪৮দিন মৃত্যুর সাথে যুদ্ধে হারমানা রাতুলের জানাজা
বগুড়ার স্কুল ছাত্র শহীদ রাতুল নামাযে জানাজা শায়িত হলো নামাজগড় গোরস্থানে। আজ মঙ্গলবার শহরের সরকারি মোস্তফা আলীয়া মাদ্রাসা মাঠে ছাত্র গণঅভ্যুত্থানে পুলিশের গুলিতে শহীদ জুনাইদ আহম্মেদ রাতুলের নামাযে জানাজা অনুষ্ঠিত হয়। উক্ত শহীদ জুনাইদ আহম্মেদ রাতুল শহরের '‘সুলতানগঞ্জ ঘোনপাড়া’' গ্রামের ব্যবসায়িক জিয়াউর রহমান জিয়ার ছেলে।
 
উল্লেখ্য,গত ৫ আগষ্ট স্বৈরাচার সরকারের প্রধানমন্ত্রীর দেশ থেকে পলায়ন ও বিজয়ের আনন্দে ছাত্র-জনতার মিছিলে পুলিশের গুলি ৭ম শ্রেনীর ছাত্র জুনাইদ আহম্মেদ রাতুলের মাথায় বিদ্ধ হয়। স্থানীয় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতলে প্রাথমিক চিকিৎসার পর তাকে ঢাকায় ন্যাশনাল নিউরোসাইসেন্স ইনিস্টিটিউটে ভর্তি করা হয়। সেখানে ৪৮দিন চিকিৎসাধীন থাকার পর ২৩ সেপ্টেম্বর ইন্তেকাল করে। শহীদ রাতুলের প্রথম নামাযে জানাজা অনুষ্ঠিত হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতৃবৃন্দের ব্যবস্থাপনায় ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে। 
 
আজ তার নামাযে জানাজায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ-সমন্বয়ক ফয়সাল আহম্মেদ,জামায়াতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নির্বাহী সদস্য অধ্যাপক সাহাবউদ্দিন জেলা বিএনপি'র সভাপতি রেজাউল করিম বাদশা,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় নেতৃবৃন্দসহ শহীদ রাতুলের স্কুলের ছাত্র-শিক্ষক ও এলাকার সর্বস্তরের মানুষ। নামাযে জানাজা শেষে শহরের নামাজগড় কেন্দ্রীয় গোরস্থানে দাফন করা হয়।