প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর, ২০২৪ ০৯:০৫

কক্সবাজারে অভিযানে গিয়ে সেনা কর্মকর্তা নিহত

নিজস্ব প্রতিবেদক
কক্সবাজারে অভিযানে গিয়ে সেনা কর্মকর্তা নিহত

কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নে অভিযানের সময় হামলায় সেনাবাহিনীর এক কর্মকর্তা নিহত হয়েছেন।

মঙ্গলবার সকালে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক খুদে বার্তায় নিহত সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম ছরোয়ার নির্জনের মৃত্যুর (বিএ-১১৪৫৩) খবরটি জানায়।

এরপর এদিন বেলা সাড়ে ১১টার দিকে চকরিয়া থানার ওসি মো. মনজুর কাদের ভূঁইয়াও বিবিসি বাংলাকে একই খবর নিশ্চিত করেন।

বাংলাদেশের স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ওই ইউনিয়নের মাইজপাড়া গ্রামের বাসিন্দা রেজাউল করিমের বাড়িতে ১০-১২ জনের একটি ডাকাত দল হামলা করার খবর পেয়ে গতকাল সোমবার মধ্যরাতে লেফটেন্যান্ট তানজিমের নেতৃত্বে যৌথ বাহিনীর একটি দল সেখানে অভিযান চালায়।

ওসি মো. মনজুর কাদের ভূঁইয়া জানান, “রাত সাড়ে ৩টায় ডাকাতদের আটকের সময় তারা লেফটেন্যান্ট তানজিমের কপালে গুলি করে এবং গলায় ধারালো ছুরি দিয়ে আঘাত করে। এতে গুরুতর আহত অবস্থায় তাকে চিকিৎসার জন্য দ্রুত রামু সেনানিবাস সিএমএইচে নিয়ে যাওয়া হয়।”

নিহত সেনা কর্মকর্তার মরদেহ বর্তমানে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা আছে।

উপরে