প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর, ২০২৪ ১৩:৪০

সাদুল্লাপুরে বিদ্যুৎপৃষ্ট হয়ে স্বামী -স্ত্রীর মৃত্যু

উপজেলা সংবাদদাতা, সাদুল্লাপুর, গাইবান্ধাঃ
সাদুল্লাপুরে বিদ্যুৎপৃষ্ট হয়ে স্বামী -স্ত্রীর মৃত্যু
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার  রসুলপুর ইউনিয়নে বিদ্যুৎপৃষ্ট হয়ে স্বামী- স্ত্রীর মৃত্যু হয়েছে।  বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকাল দশটার দিকে  রসুলপুর ইউনিয়নের রসুলপুর মন্ডল গ্রামে এ দূর্ঘটনা ঘটে। 
নিহতরা হলেন, রসুলপুর মন্ডলপাড়া গ্রামের বিজয় চন্দ্রের ছেলে বিধান চন্দ্র (৩৩) ও বিধান চন্দ্রের স্ত্রী কমলী রানী(২৬)। 
জানা যায়,নিজ বাড়ীতে বিধান চন্দ্র অটোরিকশায় চার্জ দেয়ার জন্য বিদ্যুৎ সংযোগ দিতে গেলে বিদ্যুৎপৃষ্ট হয়। তাকে রক্ষা করার জন্য স্ত্রী এগিয়ে গেলে সেও বিদ্যুৎপৃষ্ট হয়। এতে করে ঘটনাস্থলেই দুজন মারা যায়।
 
তাদের দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন রসুলপুর ইউপি সদস্য বেলাল হোসেন ও চেয়ারম্যান রবিউল ইসলাম।
উপরে