প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর, ২০২৪ ১৭:০৭

মহাদেবপুরে আওয়ামী লীগ নেতা ইউপি চেয়ারম্যান সাকিল গ্রেফতার

নওগাঁ সংবাদদাতাঃ
মহাদেবপুরে আওয়ামী লীগ নেতা ইউপি চেয়ারম্যান সাকিল গ্রেফতার
নওগাঁর মহাদেবপুরে নানা কারনে ব্যাপক সমালোচিত আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান সাঈদ হাসান তরফদার সাকিলকে গ্রেফতার করেছে পুলিশ। গত ২৫ সেপ্টেম্বর বুধবার রাত সাড়ে ৯ টার দিকে উপজেলা সদরের মাছ চত্বর এলাকা থেকে থানার অফিসার ইনচার্জ ওসি হাসমত আলীর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স তাকে গ্রেফতার করে।গ্রেফতারকৃত সাকিল তরফদার নওগাঁ-৩ আসনের সাবেক এমপি ছলিম উদ্দিন তরফদারের ভাগ্নে এবং উপজেলা সদর ইউপি চেয়ারম্যান ও সদর  ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।গ্রেফতারকৃত ওই আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে দলের প্রভাব খাটিয়ে টেন্ডারবাজী, দখলবাজী ও অস্ত্রবাজীসহ নানান অপকর্মের অভিযোগ রয়েছে।ওইসব অভিযোগের বিষয়ে যৌথবাহিনী কাজ করছে বলে থানার অফিসার ইনচার্জ ওসি হাসমত আলী জানান। গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্থানীয় বিএনপি নেতা আব্দুল মান্নান চৌধুরী দুলাল কাস্টিং ভোটের ৬০-৭০ শতাংশ ভোট পেলেও তাকে ইভিএম মেশিনের কারসাজিতে পরাজিত করে শাকিল তরফদারকে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত ঘোষণা করা হয় বলে অভিযোগ রয়েছে।শাকিলকে চেয়ারম্যান ঘোষণা দেয়ার পর ওই সময় স্থানীয় সচেতন মহল এবং সাধারণ লোকজনের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছিল।
স্থানীয় লোকজনের অভিযোগ ২০১৪ এবং ২০১৮ সালের বিতর্কিত জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৩ মহাদেবপুর-বদলগাছী আসনের ততকালিন এমপি ছলিম উদ্দিন তরফদার সেলিমের প্রত্যক্ষ সহযোগিতায় তার ছেলে সাকলাইন মাহমুদ রকি ও ভাগ্নে সাকিল তরফদার সিন্ডিকেট গড়ে তোলেন।এ সিন্ডিকেটের মাধ্যমে টেন্ডারবাজী,অন্যের পাওয়া ঠিকাদারি কাজ জোরপুর্বক কিনে নিয়ে কাজ না করেই প্রকল্পের বিল তুলে নেয়া, সাধারন সহজ সরল মানুষকে ভয়ভীতি প্রদর্শন করে উচ্চ মুল্যের জমি ও মার্কেট কম মুল্যে লিখে নেয়াসহ তার লোকজন দিয়ে এলাকায় পটকা ফুটিয়ে বিএনপি এবং জামায়াতে ইসলামীর নেতাকর্মীর বিরুদ্ধে বোমা বিস্ফোরণের মামলা দিয়ে হয়রানি করার অভিযোগ রয়েছে। এদিকে আওয়ামী লীগের ওই নেতা ও ইউপি চেয়ারম্যানের গ্রেফতারের খবর দ্রুত ছড়িয়ে পড়লে এলাকায় তোলপাড় শুরু হয়।তার গ্রেফতারে অনেককেই স্বস্তির নিঃশ্বাস ফেলতে দেখা গেছে।
উপরে