প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর, ২০২৪ ২০:২২

মহাদেবপুরে তুচ্ছ ঘটনায় শিশুর ইটের আঘাতে নিহত এক আটক-২

নিজস্ব প্রতিবেদক, নওগাঁঃ
মহাদেবপুরে তুচ্ছ ঘটনায় শিশুর ইটের আঘাতে নিহত এক আটক-২
নওগাঁর মহাদেবপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক শিশুর ইটের আঘাতে মকবুল হোসেন নামে একজন নিহত হয়েছে। এ ঘটনায় গত ২৭ সেপ্টেম্বর শুক্রবার রাতে নিহতের ভাই আহাদ আলী বাদী হয়ে শিশু মেহেদী হাসান (১২),তার সৎ পিতা নুরুন্নবী ও তার মা মমতাজ বেগমের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। পুলিশ এ ঘটনায় নুরুন্নবী ও তার স্ত্রী মমতাজ বেগমকে গ্রেফতার করেছে। এ ঘটনাটি ঘটেছে গত ২৭ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে উপজেলার খাজুর ইউনিয়নের বলরামপুর গ্রামে।স্থানীয় লোকজন জানান, একই গ্রামের মৃত ওসমান আলীর পুত্র মকবুল হোসেনের (৬৫) বাড়ীতে নুরুন্নবীর শিশু পুত্র মেহেদী হাসান ঢিল ছুড়ছে মারা নিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটি ও মারামারি শুরু হয়। এর এক পর্যায় নুরুন্নবীর পুত্র মেহেদী হাসান ক্ষিপ্ত হয়ে একটি ইটের আদলি তুলে মকবুল হোসেনের মাথায় আঘাত করে।এতে ঘটনা স্থলেই সে লুটিয়ে পড়ে।গুরুতর আহত মকবুলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ খুরশিদুল ইসলাম জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই মকবুলের মৃত্যু হয়েছে।থানার অফিসার ইনচার্জ হাশমত আলী জানান, গ্রেফতারকৃত নুরুন্নবী ও তার স্ত্রী মমতাজ বেগমকে গতকাল শনিবার নওগাঁ আদালতে প্রেরণ করা হয়েছে। মৃতদেহ ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে তিনি জানান।
উপরে