গোবিন্দগঞ্জে মাদক বিরোধী আন্দোলনের মানববন্ধন অনুষ্ঠিত

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলাকে মাদকমুক্ত করার লক্ষ্যে মাদক বিরোধী আন্দোলন নামে শিক্ষার্থীদের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে এক মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে।
ঢাকা-রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জ পৌর শহরের সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে গতকাল শনিবার দুপুরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জাফরিন জাহেদ জিতি, গোবিন্দগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) তারেকুল ইসলাম টুটুল, গোবিন্দগঞ্জ নাগরিক কমিটির আহ্Ÿায়ক এম.এ মোতিন মোল্লা, গোবিন্দগঞ্জ সরকারি কলেজের প্রভাষক রাশেদ মিয়া, শিক্ষক আকমল আকন্দ ও মাকসুদ রহমান, ফাঁসিতলা বক্সিং ক্লাবের সভাপতি রাশেদ রায়হান প্রমুুখ। মানববন্ধন সঞ্চালনা করেন মাদক বিরোধী আন্দোলনের নেতা মাকসুদুর রহমান। বক্তারা গোবিন্দগঞ্জের আনাচে- কানাচে যে মাদকের ব্যবসা গড়ে উঠেছে- তা অবিলম্বে বন্ধ করার জন্য স্থানীয় প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেন। শেষে মানববন্ধনে উপস্থিত সকলকে মাদক থেকে নিজেকে দূরে রাখার শপথ বাক্য পাঠ করান মাদক বিরোধী আন্দোলনের নেতা সাব্বির সুস্মান। গোবিন্দগঞ্জের বিভিন্ন শ্রেণি- পেশার মানুষ এ মানববন্ধনে অংশ গ্রহন করেন।