প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর, ২০২৪ ০৯:০৪
বিরামপুরে প্রাথমিক শিক্ষকদের মানববন্ধন
উপজেলা সংবাদদাতা, বিরামপুর, দিনাজপুরঃ
বেতন বৈষম্য নিপাত যাক, প্রাথমিক শিক্ষক মুক্তিপাক, এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের বিরামপুরে শনিবার সকাল ১১ টায় ঢাকা মোড়ে বৈষম্য বিরোধী প্রাথমিক শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের সমন্বয়ক জাহিদুল ইসলামের পরিচালনায় ১দফা দাবি বাস্তবায়নে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথি উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাজিম উদ্দিনের উপস্থিতিতে, বক্তারা বলেন প্রাথমিক শিক্ষকরা মানব গড়ার কারিগর, কিন্তু তাদের পদমর্যাদা তৃতীয় শ্রেণীর কর্মচারী হিসেবে যা সমাজের জন্য বড়ই বেমানান।
অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন, শিক্ষক সমিতির সভাপতি আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক মামুনুর রশিদ, সাংগঠনিক সম্পাদক সুলতান মাহমুদ, মাহফুজুর রহমান, এ এফ এম বেনজির, নুর আলম সিদ্দিক, রবিউল ইসলাম, আব্দুল করিম, শিমুল কুমার, মনজের আলী , রাবেয়া বেগম, আব্দুর রহিম, মিলন কুমার প্রমুখ। এছাড়াও উপজেলার প্রাথমিক বিদ্যালয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, বিরামপুর প্রেস ক্লাবের সাধারন সম্পাদক কামরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক রিপন মানিক চৌধুরী, সদস্য মাহমুদুল হক মানিক,নূরে আলম সিদ্দিকী সহ অনেকে উপস্থিত ছিলেন।