আদমদীঘিতে স্কুলের জমি দখলের প্রতিবাদে সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের মানববন্ধন
উপজেলার সান্তাহার শহরের সুন্দর মাহমুদ ইসলামিয়া একাডেমি নামক একটি হাইস্কুলের প্রতিবেশীর বিরুদ্ধে স্কুলটির জমিতে থাকা প্রাচীন গাছ কেটে নিয়ে জমি দখল করার অভিযোগে সোমবার দুপুরে ওই স্কুলের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করে মানববন্ধন কর্মসুচি পালন করেছে। শিক্ষার্থীরা এদিন টিফিন সময়ে (দুপুর দেড়টা) স্কুল থেকে বিক্ষোভ মিছিল বের করে। তারা শহরের ট্রাফিক মোড়ে এসে অবস্থান নেয়। এরপর তারা সান্তাহার—নওগাঁ সড়ক অবরোধ করে মানববন্ধন পালন করে। দুপুর পৌনে দুইটা থেকে আড়াইটা পর্যন্ত চলা মানববন্ধন কর্মসুচিতে নানা শ্লোগান দেয়। এবিষয়ে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে আকবর আলীর ছেলে ডা. ফজলে রাব্বি তাঁর বাবা’র অসুস্থতার কথা জানিয়ে বলেন, ওই জমিটি আমার বাবা’র কেনা এবং জমির অবস্থান নওগাঁ সদর উপজেলায়। পক্ষান্তরে স্কুলটির অবস্থান বগুড়ার আদমদীঘি উপজেলায়। এমতাবস্থায় স্কুলের প্রধান শিক্ষক তহমিনা বেগম এবং শিক্ষার্থীদের অভিযোগ মিথ্যা ও বানোয়াট। এদিকে রবিবার দুপুর একই সময়ে শিক্ষার্থীদের করা বিক্ষোভ মিছিল ও সমাবেশ বিষয়ে স্কুল পরিচালনা কমিটির সভাপতি আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার মোছা. রুমানা আফরোজ প্রধান শিক্ষককে কারন দর্শানোর দিয়েছেন বলে জানা গেছে। বিষয়টি নিয়ে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে স্কুলের প্রধান শিক্ষক তহমিনা বেগম বলেন, এখানে আমার ব্যক্তিগত কোন স্বার্থ নেই। কর্মরত থাকার কারনে প্রাতিষ্ঠানিক স্বার্থ নিয়ে কাজ করছি। আর শিক্ষার্ধীদের কর্মসুচি পালন ব্যাপারে আমার কোন হাত নেই। আমার জানা মতে স্কুলের কিছু প্রাক্তন এবং বতর্মান শিক্ষার্থীরা কর্মসুচি পালন করছে। কিন্তু প্রতিবেশী আকবর আলী তাঁর পরিবার পরিজন আমাকে দায়ী করে আমার ব্যক্তিগত বিষয় টানছেন এবং স্কুলের জমির অবস্থানকে নওগাঁ বলে দাবী করে বিভ্রান্তি ছড়াচ্ছেন। এব্যাপারে স্কুল পরিচালনা কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মোছা. রুমানা আফরোজ বলেন, প্রধান শিক্ষক বিষয়টি আমাকে জানানোর পর তাঁকে আইনের আশ্রয় নেয়ার পরামর্শ দিয়েছি।