প্রকাশিত : ১ অক্টোবর, ২০২৪ ২২:৪০

তারেক রহমানের নির্দেশে বন্যার্তদের মাঝে নীলফামারী জেলা স্বেচ্ছাসেবক দলের খাদ্য সামগ্রী বিতরণ

জেলা সংবাদদাতা, নীলফামারীঃ
তারেক রহমানের নির্দেশে বন্যার্তদের মাঝে নীলফামারী জেলা স্বেচ্ছাসেবক দলের খাদ্য সামগ্রী বিতরণ
১ আক্টোবর মঙ্গলবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর নির্দেশে বন্যাকবলিত এলাকায় বানভাসি মানুষদের মাঝে ঔষধ ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। (ডোমার- ডিমলার ১) আসনের সাবেক সংসদ সদস্য ও খালেদা জিয়ার ভাগ্নে ইন্জিনিয়ার শাহরিন ইসলাম তুহিনের সহযোগিতায়, নীলফামারীর ডিমলা উপজেলায় টেপাখড়িবাড়ী ইউনিয়নে, তিস্তা পারে বন্যা কবলিত মানুষের মাঝে প্রয়োজনীয় ঔষধ ও খাদ্য সামগ্রী বিতরণ করেন নীলফামারী জেলা স্বেচ্ছাসেবকদলের নেতৃবৃন্দ। ঔষধ ও খাদ্য সামগ্রী বিতরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস সালাম বাবলা, সহ-সভাপতি; মোহাম্মদ মহসিন,  যুগ্ন সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার হেদায়েত হোসেন হান্নান,  টেপাখড়িবাড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি ইয়াসিন আলী,  সাধারণ সম্পাদক ইউসুফ আলী, ডিমলা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলমগীর কবির প্রিন্স, সহ স্বেচ্ছাসেবক দলের উপজেলা ও ইউনিয়নের নেতৃবৃন্দরা। 
বন্যা কবলিত মানুষের জন্য নিরলস কাজ করে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদল এর কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।
উপরে