প্রকাশিত : ৪ অক্টোবর, ২০২৪ ২৩:২৯

জয়পুরহাটে দশম গ্রেডে উন্নতীকরনের দাবিতে শিক্ষকদের মানববন্ধন

জয়পুরহাট সংবাদদাতাঃ
জয়পুরহাটে দশম গ্রেডে উন্নতীকরনের দাবিতে শিক্ষকদের মানববন্ধন
জয়পুরহাটে  দশম গ্রেডে উন্নীতকরণের দাবিতে  মানববন্ধন করেছেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা
 
বৃহষ্পতিবার ৩ সেপ্টেম্বর বিকালে জেলা প্রশাসন চত্বরে এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করেন জেলার সরকারি প্রাথমিক  বিদ্যালয়ের সহকারি শিক্ষকরা।
 
মানববন্ধন কর্মসূচি চলাকালে সংক্ষিপ্ত সমাবেশে বক্তৃতা করেন শিক্ষক নেতা জেলা সমন্বয়ক এ এফ এম হাবিবুল ইসলাম, সদরের সাইদুর রহমান সাজু, আক্কেলপুরের আবুল ফজল মোহাম্মদ রায়হান, এটিএম জাকির হোসেন, কালাইয়ের শামীমা আখতারসহ অন্যান্য শিক্ষক নেতৃবৃন্দ । 
 
বক্তারা বলেন, সরকারের বিভিন্ন দপ্তরে কর্মরত নিম্ন ও অধস্থন কর্মচারীদের বেতন ভাতা ও সুযোগ সুবিধা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের চেয়েও অধিক। অপরদিকে মানুষ গড়ার কারিগর হয়েও নিম্ন পদমর্যাদার সামান্য বেতনে মানবেতর জীবন যাপন করছেন উচ্চশিক্ষিত শিক্ষকরা।
 
তাই সঙ্গত কারণে গ্রেড উন্নীতকরনের দাবি জানান বক্তারা। 
 
মানববন্ধন শেষে জেলা প্রশাসক মহিউদ্দিন জাহাঙ্গীরের কাছে  স্মারকলিপি প্রদান করেন শিক্ষক নেতৃবৃন্দ।
উপরে