প্রকাশিত : ৫ অক্টোবর, ২০২৪ ০০:৪২

নন্দীগ্রামে নাশকতা মামলায় যুবলীগ নেতা সহ গ্রেপ্তার চার

উপজেলা সংবাদদাতা, নন্দীগ্রাম, বগুড়াঃ
নন্দীগ্রামে নাশকতা মামলায় যুবলীগ নেতা সহ গ্রেপ্তার চার

বগুড়ার নন্দীগ্রামে নাশকতা মামলায় যুবলীগ নেতা সহ চার জনকে গ্রেফতার করেছে নন্দীগ্রাম থানা পুলিশ। ৩ অক্টোবর বৃহস্পতিবার রাতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নাশকতা মামলায় তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, নন্দীগ্রাম উপজেলা যুবলীগের সেক্রেটারি মাহমুদ আশরাফ মামুন, নন্দীগ্রাম পৌরসভার ০২ ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ফেরদৌস আলম, ৩নং ভাটরা ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সাইদুল ইসলাম ও নন্দীগ্রাম আওয়ামীলীগের সক্রিয় কর্মী মাসুদ রানা। উপজেলার ভাটরা ইউনিয়ন বিএনপির কর্মী ও মতবিনিময় সভায় ককটেল বিস্ফোরণ ঘটনায় গত ১৫ সেপ্টেম্বর রাতে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাদী হয়ে ১১১ জনের নাম উল্লেখ ও ২০—২৫ জনকে অজ্ঞাতনামা আসামি করে নন্দীগ্রাম থানায় একটি মামলা দায়ের করে। সেই ককটেল বিস্ফোরণ ঘটনায় দায়ের করা মামলায় ওই চারজনকে গ্রেপ্তার করে ৪অক্টোবর শুক্রবার সকালে বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে বলে এ তথ্য নিশ্চিত করেছেন নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ মোঃ তারিকুল ইসলাম।

 

উপরে