প্রকাশিত : ৫ অক্টোবর, ২০২৪ ০০:৪৭
রংপরে ছাত্র—জনতার আহত মামলায় আ’লীগ নেতা মারুফকে জেলা হাজতে প্রেরণ
জালাল উদ্দিন , রংপুরঃ
রংপুরের বদরগঞ্জ উপজেলায় কোটা বিরোধী আন্দোলনে ছাত্র—জনাতার উপর হামলায় আহত মামলার বদরগঞ্জ মূলে —ভিকটিম মনিরুজ্জামান, সাজু মিয়া, সোহান, আশিকুল সহ প্রায় ৭০/৮০ জন ছাত্র জনতা আহত মামলা— এর গ্রেপ্তারকৃত আসামী রংপুর গংগাচড়া উপজেলার বেতগাড়ী ইউনিয়নের চেয়ারম্যান ও বেতগাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ মোহাইমিন ইসলাম মারুফ, কে গতকাল ০৪ অক্টোবর আদালতে হাজিরা হয়। হাজিরা শেষে উক্ত আসামী কে কেন্দ্রীয় কারাগার রংপুরে প্রেরণের নির্দেশ প্রদান করেন রংপুর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট —৪র্থ পুলিশ ফাইল আদালতের বিজ্ঞ বিচারক মনতাজ আলী । উক্ত মামলার পরবর্তী ধার্য তাং— ১৫ অক্টোবর ২০২৪ ইং তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য হাজিরার দিন ধার্য করা হয়।