প্রকাশিত : ৭ অক্টোবর, ২০২৪ ০১:০৬

লালমনিরহাটে সরকারি খাদ্য গোডাউন থেকে ২৫০ টন চাল গায়েব

কর্মকর্তা লাপাত্তা। উদ্ধার ৩০ মেট্রিক টন।
জেলা প্রতিনিধি, লালমনিরহাটঃ
লালমনিরহাটে সরকারি খাদ্য গোডাউন থেকে ২৫০ টন চাল গায়েব
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার ভোটমারী খাদ্য গুদাম থেকে প্রায় ২৫০ মেট্রিক টন চাল গায়েব হয়েছে বলে অভিযোগ উঠেছে। এর মধ্যে আজ ভোরের দিকে ৩০ মেট্রিক টন চাল উদ্ধার করা হয়েছে। একই সাথে গতকাল থেকে গোডাউনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস আলমের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।
এ ঘটনায় আজ চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছেন জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার। 
অভিযোগে উঠেছে, গোডাউনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস বৃহস্পতিবার দিবাগত রাতে ২৫টি ট্রাক্টরে চালের বস্তা সরিয়ে ফেলেন। এমন একটি গোপন সংবাদের ভিত্তিতে তাৎক্ষণিক গুদামে অভিযান চালান কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) জহির ইমাম। এ সময় চালের হিসাবে গড়মিল ও গুদাম কর্মকর্তা লাপাত্তা থাকায় গুদাম সিলগালা করে দেন।
এরপর থেকেই অভিযান শুরু করে প্রশাসন। অভিযানে পরে উপজেলার শুকানদিঘি থেকে ৬০০ বস্তায় থাকা ৩০ মেট্রিক টন চাল উদ্ধার করা হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত রাতেও বিভিন্ন গোডাউনে অভিযান চলছে। এ অভিযান অব্যাহত থাকবে দোষীদের বিরুদ্ধে আইন গত ব্যাবস্হা নেওয়া হবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা । 
উপরে