প্রকাশিত : ১১ অক্টোবর, ২০২৪ ০০:৩৪

শিবগঞ্জে মাদ্রাসার এডহক কমিটির শিক্ষক প্রতিনিধি নির্বাচনে অনিয়মের অভিযোগ

উপজেলা সংবাদদাতা, শিবগঞ্জ, বগুড়াঃ
শিবগঞ্জে মাদ্রাসার এডহক কমিটির শিক্ষক প্রতিনিধি নির্বাচনে অনিয়মের অভিযোগ

বগুড়ার শিবগঞ্জ উপজেলা সদরে অবস্থিত ফাযিল ডিগ্রি মাদ্রাসার বিগত কমিটির লোকজন দ্বারা গোপনে এডহক কমিটির শিক্ষক প্রতিনিধি নির্বাচনের অভিযোগ পাওয়া গেছে। 
অভিযোগ সূত্রে জানাগেছে, উপজেলা সদরে অবস্থিত  ফাযিল ডিগ্রি মাদ্রাসার গত ২৩ সেপ্টেম্বর  ইসলামি বিশ্ববিদ্যালয়ের পত্রে বিগত গভনিং বডির সকল সদস্যপদ বাতিল ঘোষনা দিয়ে ৫ সদস্য বিশিষ্ট এডহক কমিটি গঠনের নির্দেশ সহ সভাপতি ও বিদোৎশাহী প্রতিনিধি নির্বাচন পূর্বক প্রতিষ্ঠাতা , দাতা ও শিক্ষক প্রতিনিধি নির্বাচন করে অনুমদোনের জন্য বিশ^বিদ্যালয়ে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। উক্ত নির্দেশনা মোতাবেক উপরোক্ত পদ দুটিতে বিশবিদ্যালয়ের অডিনেন্সে বর্ণিত নীতিমালা অনুসরনে উভয় পদে নির্বাচন করে নির্বাচিত ব্যক্তিদের নামে প্রস্তাবনা পাঠানোর নির্দেশনা দেওয়া হয়।  বর্তমান অধ্যক্ষ মাহবুবে রফিক পূর্বের কমিটির মধ্যে থেকেই শিক্ষক প্রতিনিধি হিসাবে আব্বাস আলী ও দাতা সদস্য হিসাবে সুলতানা হকের নাম ও প্রস্তাব পাঠানোর প্রতিবাদে অত্র মাদ্রাসার শিক্ষকদের একাঅংশের শিক্ষকরা সরকারি বিভিন্ন দপ্তরে   বাতিলের দাবীতে লিখিত অভিযোগ দাখিল করেছেন। এব্যাপারে অত্র মাদ্রাসার সভাপতি অতিরিক্ত জেলা ম্যজিস্ট্রেট বগুড়া (এডিএম)পি এম ইমরুল কায়েস মুঠোফোনে এ প্রতিবেদককে জানান এব্যাপারে অভিযোগ পেয়েছি তদন্ত স্বাপেক্ষ্যে সঠিক ব্যবস্থা নেওয়া হবে। এব্যাপারে মাদ্রাসার অধ্যক্ষ মাহবুবে রফিক বলেন ৩০ জন শিক্ষক শিক্ষিকা মতামত দিয়েছেন। বিধি মোতাবেক নাম প্রেরণ করা হয়েছে। তিনি আরো বলেন নিয়মিত কমিটিতে শিক্ষক প্রতিনিধি ব্যালট পেপারের মাধ্যমে শিক্ষক প্রতিনিধি নির্বাচন করা হবে। উপধ্যক্ষ দেলোয়ার হোসেন বলেন বিগত সরকারের আমলের পকেট কমিটির লোকজন দ্বারা পুনরায় তাদেরকে দিয়ে এডহক কমিটির পরিকল্পনা করছে।  শিক্ষক প্রতিনিধি আব্বাস আলী বলেন শিক্ষকদের মতামতের ভিত্তিতেই আমার নাম এডহক কমিটিতে প্রেরন করেছে। 

 

উপরে