প্রকাশিত : ১১ অক্টোবর, ২০২৪ ০০:৪৯
সৈয়দপুরে দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী দুস্থ পরিবার মাঝে চাল বিতরণ
জেলা সংবাদদাতা, নীলফামারীঃ
নীলফামারীর সৈয়দপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সৈয়দপুর পৌরসভার পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের দুস্থ পরিবারের মাঝে চাল ও পূজা মন্ডপে অর্থ বিতরণ করা হয়েছে। বুধবার (৯ অক্টোবর) বিকেলে সৈয়দপুর পৌরসভায়, পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার নুর-ই আলম সিদ্দিকী এর সভাপতিত্বে ৪৫০ জন সনাতন ধর্মাবলম্বী দুস্থ পরিবার কে ১০কেজি করে চাউল, ও ১৬ টি পূজা মন্ডপে দুই হাজার করে টাকা, সংশ্লিষ্ট কমিটির নেতৃবৃন্দদের কাছে হস্তান্তর করা হয়েছে। এসময় আরও উপস্থিত ছিলেন, সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আবদুল গফুর সরকার, সাধারণ সম্পাদক মোঃ শাহীন আকতার শাহীন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিল এরশাদ হোসেন পাপ্পু, সৈয়দপুর উপজেলা হিন্দু কল্যাণ সমিতির সভাপতি এ্যাডঃ তুষার কান্তি রায়, সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সহ সভাপতি সুমিত কুমার আগারওয়ালা, পৌর নির্বাহী প্রকোশলী শহিদুল ইসলামসহ পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীরা।