প্রকাশিত : ১১ অক্টোবর, ২০২৪ ২০:১৫
মাদকবিরোধী অভিযানে র‌্যাব-১২

২৮৭৫ পিস বুপ্রেনরফিন ইনজেকশনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রেস বিজ্ঞপ্তি
২৮৭৫ পিস বুপ্রেনরফিন ইনজেকশনসহ মাদক ব্যবসায়ী  গ্রেফতার
মোঃ সুকুলা বাসকী (৩৩)। ইনসেটে জব্দকৃত বুপ্রেনরফিন ইনজেকশন। ছবি বিজ্ঞপ্তির

১০ অক্টোবর ২০২৪ তারিখ রাত ৮:৫৫ মিনিটে, র‌্যাব-১২ এর অধিনায়ক মোহাম্মদ কামরুজ্জামান পিপিএম এর নেতৃত্বে এবং র‌্যাবের গোয়েন্দা শাখার সহযোগিতায় সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন হাটিকুমরুল এলাকায় একটি মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে বিশেষভাবে নির্মিত বক্সের ভিতর থেকে ২,৮৭৫ পিস নেশাজাতীয় মাদকদ্রব্য বুপ্রেনরফিন ইনজেকশনসহ একজন মাদক ব্যবসায়ী সুকুলা বাসকীকে গ্রেফতার করা হয়। এ ছাড়া তার সাথে থাকা মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ০১টি মাইক্রোবাস, ০১টি মোবাইল ফোন এবং ৫০০/- টাকা জব্দ করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামির নাম মোঃ সুকুলা বাসকী (৩৩), পিতার নাম মদন বাসকী, গ্রাম- কানাই (কর্ণাই চেহেল গাজী), থানা- দিনাজপুর সদর, জেলা- দিনাজপুর।

গ্রেফতারকৃত আসামির প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে যে, তিনি দীর্ঘদিন ধরে সিরাজগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় তার ব্যবহৃত মোবাইল ফোনের মাধ্যমে মাইক্রোবাস যোগে নেশাজাতীয় বুপ্রেনরফিন ইনজেকশন ক্রয়-বিক্রয় করে আসছিলেন।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। খবর বিজ্ঞপ্তির

উপরে