নওগাঁয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতি ঠেকাতে টাস্কফোর্সের অভিযান
নওগাঁয় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতি ঠেকাতে জেলা প্রশাসনের উদ্যোগে অভিযান চালিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়ের বাজার মনিটরিং টাস্কফোর্স। শুক্রবার (১১ অক্টোবর) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ এইচ ইরফান উদ্দিন আহমেদ এর নেতৃত্বে শহরের পৌর বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
এসময় সবজি, চাল, মাছ, ডিম, মুরগি ও মাংস বাজার তদারকি করা হয়। টিমের সদস্যরা মূল্য তালিকা টানানোসহ পণ্য ক্রয়—বিক্রয়ের রশিদ খতিয়ে দেখেন। মূল্য তালিকা সঠিকভাবে না টানানো, যথাযথভাবে না লেখা এবং সংরক্ষণ না করার অপরাধে ৭ জন ব্যবসায়ীকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। এদিকে অভিযানের খবর পেয়ে তড়িঘড়ি করে মূল্য তালিকা টানাতে ব্যস্ত হয়ে পড়তে দেখা যায় অনেক ব্যবসায়ীকে। কেউ আবার দোকান থেকে সটকে পড়েন।
এসময় জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাকিব বিন জামান প্রত্যয়, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ড. বায়েজিদ আলম, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নওগাঁর সহকারী পরিচালক রুবেল আহমেদ, ২ জন শিক্ষার্থী প্রতিনিধিসহ টাস্কফোর্সের অন্য প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
নওগাঁর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ এইচ ইরফান উদ্দিন আহমেদ বলেন, বর্তমান প্রেক্ষাপটে একটি মহল দ্রব্যমূল্যের বাজার অস্থিতিশীল করে জনসাধারনের জীবনকে দুর্বিসহ করে তোলার চেষ্টা করছে। প্রথম দিনে পৌর বাজার ঘুরে বেশিরভাগ দোকানেই অসংগতি পাওয়া গেছে। বেশ কিছু দোকানে মূল্য তালিকা টানানো ছিলো না। এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষন আইনে ৪টি প্রতিষ্ঠানকে ২ হাজার টাকা এবং মোবাইল কোর্ট আইনে ৩টি প্রতিষ্ঠানকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সিন্ডিকেটের বিরুদ্ধে জেলা প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে।