প্রকাশিত : ১১ অক্টোবর, ২০২৪ ২২:৪০
সৈয়দপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনে ছাত্রদলের নেতৃবৃন্দ
নীলফামারী জেলা সংবাদদাতাঃ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিকনির্দেশনা এবং কেন্দ্রীয় কমিটির কর্মসূচী বাস্তবায়নের লক্ষ্যে সৈয়দপুর ও কিশোরগঞ্জে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল ও ছাত্রদল সহ বিএনপি এবং অংগসংঠনের নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) সন্ধ্যা থেকে রাত ১১ টা পযন্ত সৈয়দপুর রাজনৈতিক জেলা ছাত্রদলের সভাপতি হোসাইন মোহাম্মদ আরমান ও সাধারণ সম্পাদক মোঃ মমিনুল ইসলাম রাব্বীর নেতৃত্বে ওই দুই উপজেলার ইউনিয়ন ও পৌর এলাকার বিভিন্ন দূর্গা মন্ডপ পরিদর্শন করেন! এসময় মন্ডপ কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও সদস্যদের সাথে মতবিনিময় করা হয়। বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।