প্রকাশিত : ১৭ অক্টোবর, ২০২৪ ০১:৫৬
নলডাঙ্গায় অটো রিক্সা চাপায় এক শিশুসহ আহত ৭
উপজেলা সংবাদদাতা, নলডাঙ্গা, নাটোরঃ
নাটোরের নলডাঙ্গায় অটো রিক্সার নিচে চাপা পড়ে খাদিজা নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু ঘটেছে। এসময় শিশুটিকে বাঁচাতে গিয়ে অটোরিক্সা নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের নিচে পড়ে গেলে ৭ যাত্রী আহত হয়। সোমবার দুপুরে নলডাঙ্গা উপজেলার হরিদাখলসী কুমিল্লা পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত খাদিজা ওই এলাকার আব্দুল আউয়ালের মেয়ে। এলাকাবাসী সূত্রে জানা যায়,নলডাঙ্গা উপজেলার সমসখলসী গ্রামের আব্দুস সালামের ছেলে অটো চালক মোজাফফর সোমবার (১৪ অক্টোবর) দুপুর ১২ টার দিকে কয়েকজন যাত্রী নিয়ে নাটোর শহরের দিকে যাচ্ছিলেন। দুপুর ১ টার দিকে হরিদাখলসী কুমিল্লা পাড়া পৌছলে বাড়ীর পাশে পাকা রাস্তায় খেলাধুলা করার সময় শিশু খাদিজা রাস্তা পার হওয়ার সময় অটোরিকশার নিচে পড়ে গুরুতর আহত হয়। এসময় অটোচালক শিশুটিকে বাঁচাতে গেলে অটো রিক্সাটি নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রী সহ উল্টে রাস্তার নিচে পড়ে গেলে অটোচালক মোজাফফর সহ ৭ যাত্রী আহত হয়। স্থানীয়রা গুরুতর আহত শিশু খাদিজা সহ অন্যদের উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথেই শিশুটি মারা যায়। পরে স্বজনেরা শিশুটিকে বাড়িতে নিয়ে যায়।
নলডাঙ্গা থানার ওসি মোস্তাফিজুর রহমান দূর্ঘটনায় শিশু খাদিজার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।