প্রকাশিত : ১৮ অক্টোবর, ২০২৪ ১১:৫৯

শিবগঞ্জে দোকান ঘরের মাধ্যমে ২ ভিক্ষুককে পুনর্বাসন

উপজেলা সংবাদদাতা, শিবগঞ্জ, বগুড়াঃ
 শিবগঞ্জে দোকান ঘরের মাধ্যমে ২ ভিক্ষুককে পুনর্বাসন

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে দুই ভিক্ষুককে পুনর্বাসন করতে বিকল্প কর্মসংস্থান সহায়ক স্টল বিতরণ করা হয়েছে।

স্টল বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুলতান মাহমুদ, এনামুল করিম, মহসিনা, আল আমিন, রাশেদুর রহমান, রুহুল আমিন, এস.এম আব্দুর রউফ, ইমরান হোসেন, মাহমুদুল ইসলাম, আরাফাত ইসলাম প্রমুখ।

পুনর্বাসিত দুই ভিক্ষুক হলেন কিচক ইউনিয়নের হরিপুর গ্রামের আজিমা বিবি এবং আলিয়রহাট গ্রামের তাসলিমা।

উপজেলা সমাজসেবা অধিদপ্তর কর্তৃক আয়োজিত এই উদ্যোগটি ভিক্ষুকদের স্বাবলম্বী করে গড়তে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

উপরে