প্রকাশিত : ১৮ অক্টোবর, ২০২৪ ১২:২১
সোনাতলায় একটি বাসা থেকে ২টি মোটরসাইকেল চুরি
উপজেলা সংবাদদাতা, সোনাতলা, বগুড়াঃ
সোনাতলা উপজেলা পরিষদের দক্ষিণ গেট সংলগ্ন ইকবাল আজম ডাবলুর বাসার নীচতলা থেকে দুইজন ভাড়াটিয়ার দুটি মোটরসাইকেল চুরি হয়েছে। গত মঙ্গলবার গভীর রাতে এ ঘটনা ঘটেছে। মোটরসাইকেল দুটির মূল্য প্রায় চারলাখ টাকা। একই স্থানে ৪টি মোটরসাইকেল রাখা ছিল। ঘটনার রাতে কে বা কারা বাসার প্রাচীর টপকে সিসি ক্যামেরা ও ভিতর গেটের তালা ভেঙ্গে তিনতলা বিশিষ্ট আয়েশা ভিলা নামক বাসভবনের সবকটি কক্ষের দরজার বাইরে তালা লাগিয়ে নীচতলা থেকে মেহেদী হাসান শ্যামলের ১টি ও লিটন মিয়ার ১টি মোটরসাইকেল চুরি করে নিয়ে পালিয়ে যায়। সোনাতলা থানার অফিসার ইনচার্জ মিলাদুন নবী এই চুরির বিষয়টি নিশ্চিত হয়েছেন ও ঘটনাস্থল পরিদর্শন করেন।