প্রকাশিত : ১৯ অক্টোবর, ২০২৪ ০১:১৮

উচ্চ শিক্ষায় ভবিষ্যত নিয়ে অনিশ্চিত শিক্ষার্থীর রাজশ্রীর পরিবার

উপজেলা সংবাদদাতা, সিংড়া, নাটোরঃ
উচ্চ শিক্ষায় ভবিষ্যত নিয়ে অনিশ্চিত শিক্ষার্থীর রাজশ্রীর পরিবার
বামে মা মিনা সরকার আর ডানে মেয়ে রাজশ্রী।

নাটোরের সিংড়া পৌর এলাকার মাদারীপুর মহল্লার বাসিন্দা মিনা সরকারের কন্যা রাজশ্রী সরকার এবছর এইচএসসি পরীক্ষায় জিপিএ—৫ পেয়েও চিন্তায় তার পরিবার। উচ্চ শিক্ষায় ভবিষ্যত নিয়ে অনিশ্চিত তার পরিবার।

গত ১৫ অক্টোবর রাজশাহী শিক্ষা বোর্ডের অধিনে এইচএসসির ফলাফলে মানবিক বিভাগ থেকে জিপিও—৫ পেয়েছে রাজশ্রী। বাবা রতন কুমার সরকার ২০১৮ সালে স্ট্রোক করে মারা যান। তিন মেয়ে রেখে যান তিনি। বাবার মৃত্যুর পর সংসারের হাল ধরেন মিনা সরকার। সেলাই মেশিনে কাজ শুরু করেন তারপর অনলাইনে উদ্যোক্তার ব্যবসা শুরু করেন। এভাবেই হাল ধরে তিন সন্তানের একাই দায়িত্ব নেন মিনা সরকার। রাজশ্রী সরকার, অনুশ্রী এবং শ্রেয়শ্রী। অনুশ্রী নবম শ্রেণিতে পড়ালেখা করছে। শ্রেয়শ্রী শিশু শ্রেনীতে পড়ালেখা করে। 

সিংড়া দমদমা পাইলট স্কুল এন্ড কলেজ থেকে এসএসসিতে জিপিএ ৪.৭৫ পান।

রাজশ্রী সরকার জানান, বাবার মৃত্যুর পর সংসারের অভাব, অনটনের মাঝে নিজেকে প্রতিষ্ঠিত হওয়ার সংকল্প করি। কোনো রকম প্রাইভেট পড়ার মত অবস্থা না থাকায় মানবিক বিভাগ থেকে সর্বোচ্চ ফলাফল করার জন্য নিজেকে তৈরি করতে থাকি। অনলাইন ক্লাস, অনলাইনে বিভিন্ন বিষয়ে পড়ালেখা, চর্চা করে ভালো ফলাফল অর্জন করি।


 

উপরে