প্রকাশিত : ২১ অক্টোবর, ২০২৪ ০১:৫৩

নিয়ামতপুরে সংবাদ সম্মেলনে একদিন পর বক্তব্য প্রত্যাহার

উপজেলা সংবাদদাতা, নিয়ামতপুর, নওগাঁঃ
নিয়ামতপুরে সংবাদ সম্মেলনে একদিন পর বক্তব্য প্রত্যাহার
নওগাঁর নিয়ামতপুরে সংবাদ সম্মেলনে একদিন পরেই বক্তব্য প্রত্যাহার করলেন সালমা খাতুন। তিনি ১৯ অক্টোবর শনিবার দুপুরে নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর এক লিখিত বিবৃতি দেন। বিবৃতিতে তিনি বলেন আমি গত ১৭ অক্টোবর বৃহস্পতিবার নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের হলরুমে এক সংবাদ সম্মেলনে করি। এতে বলা হয় পরিবারকে উচ্ছেদ ও প্রাণ নাশের হুমকি দেওয়ায় ন্যায় বিচারের স্বার্থে এক সংবাদ সম্মেলন করা হয়। মোমিনুল ইসলাম ও ইউনুস আলীর সাথে কথা কাটাকাটি ও ভুল বুঝাবুঝি সৃষ্টি হয়। সংবাদ সম্মেলনের নিউজটি ইতিমধ্যে বেশ কিছু গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। পরবর্তীতে আমরা উভয় পক্ষ গ্রাম্য সালিসি'র মাধ্যমে নিজেরাই নিজেদের মধ্যকার ভুল বুঝাবুঝি নিরসন করছি। বর্তমানে আমাদের মধ্যে কোন প্রকার ভুল বুঝাবুঝি রইল না। তাই আমি সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্য প্রত্যাহার করলাম 
উল্লেখ্য, নিয়ামতপুর উপজেলার সাড়া গ্রামের ইউনুস আলীর ছেলে মোমিনুল ইসলাম ও ইউনুস আলী আমার বাড়ীর সামনে ময়লা আর্বজনা ফেলে পরিবেশ দূষিত করছে। বর্তমানে তারা আমাকে ও আমার পরিবারকে আমার জায়গা থেকে উচ্ছেদের চেষ্টা করছে।
উপরে