প্রকাশিত : ২৩ অক্টোবর, ২০২৪ ০০:০৩
রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার পক্ষে সৈয়দপুরে ছাত্রদলের লিফলেট বিতরণ
জেলা সংবাদদাতা, নীলফামারীঃ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেওয়া ৩১ দফা বস্তবায়নের লক্ষ্যে ও জনসাধারণের জনমতের জন্য নীলফামারীর সৈয়দপুর রাজনৈতিক জেলা ছাত্রদলের পক্ষ থেকে লিফলেট বিতরণ করা হয়েছে। সোমবার বিকেলে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হয়।
এ সময় কেন্দ্রীয় ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া বলেন 'দেশের প্রতিটি মানুষের কাছে ধানের শীষ প্রতীকটি পৌঁছে দেওয়া এবং ছাত্র-জনতার আন্দোলনের পর সারাদেশে যে রাষ্ট্র সংস্কারের দাবি উঠেছে তারই অংশ হিসেবে তারেক রহমান ও বিএনপির ২ বছর পূর্বে দেওয়া রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা জনগণের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে এ লিফলেট বিতরণ করা হচ্ছে।
এ সময় উপস্থিত ছিলেন সৈয়দপুর রাজনৈতিক জেলা ছাত্রদলের সভাপতি হোসাইন মোহাম্মদ আরমান, সাধারণ সম্পাদক মোঃ মমিনুল ইসলাম রাব্বী, সহ সভাপতি নয়ন সহ ছাত্রদলের নেতাকর্মীরা।