প্রকাশিত : ২৪ অক্টোবর, ২০২৪ ২৩:০৩

প্রবল ঘূর্ণিঝড় দানার প্রভাবে রাতভর বৃষ্টিপাত, বঙ্গোপসার উত্তাল,পায়রা বন্দরে তিন নম্বর সতর্ক সংকেত

এ এম, মিজানুর রহমান বুলেট, কলাপাড়া, পটুয়াখালীঃ
প্রবল ঘূর্ণিঝড় দানার প্রভাবে রাতভর বৃষ্টিপাত, বঙ্গোপসার উত্তাল,পায়রা বন্দরে  তিন নম্বর সতর্ক সংকেত

পূর্বমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমমধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্নিঝড় 'দানা' আরও উত্তর দিকে অগ্রসর হয়ে বর্তমানে পশ্চিমবঙ্গ মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। 

এর প্রভাবে পটুয়াখালীর কলাপাড়ায় রাতভর গুঁড়ি গুঁড়ি থেকে মাঝারী বৃষ্টিপাত হয়েছে। আকাশ ঘন মেঘাচ্ছন্ন রয়েছে। বাতাসের চাপ কিছুটা বেড়েছে। নদ-নদীর পানির উচ্চতাও কিছুটা বেড়েছে। এদিকে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর বেশ উত্তাল রয়েছে। বড় বড় ঢেউ তীরে আছড়ে পড়ছে। ঘূর্নিঝড় দানা আজ বৃহস্পতিবার রাত তিনটায় পায়রা সমুদ্র বন্দর থেকে ৪৯০ কিলোমিটার দক্ষিণ দক্ষিন-পশ্চিমে অবস্থান করছিল।
 
 উপকূলীয় এলাকা দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সঙ্গে করছে আবহাওয়া অফিস। তাই পটুয়াখালীর পায়রা সহ দেশের সব সমুদ্র বন্দরকে ০৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সকল মাছধরা ট্রলার সমূহকে নিরাপদে থাকতে বলা হয়েছে। এদিকে ঘূর্নিঝড় দানা মোকাবেলায় ৮২৯ টি সাইক্লোন সেল্টার সহ সিপিপি সেচ্ছাসেবক ও মেডিকেল টিম প্রস্তুত রেখেছে জেলা প্রশাসন।
 
মহিপুর মৎস্য আড়ৎ মালিক সমবায় সমিতির সভাপতি মোঃ দিদার উদ্দিন আহম্মেদ মাসুম বলেন, মাছধরা নিষেধাজ্ঞার কারনে এমনিতেই সব ট্রলার কিনারে আছে। 
উপরে