প্রকাশিত : ২৭ অক্টোবর, ২০২৪ ০০:৫৪

সান্তাহারে বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল

উপজেলা সংবাদদাতা, আদমদীঘি, বগুড়াঃ
সান্তাহারে বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার জংশন ষ্টেশনে চিলাহাটি থেকে রাজশাহীগামী আন্তঃনগর বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ায় বন্ধ হয়ে রয়েছে ওই লাইনের ট্রেন চলাচল। গতকাল শনিবার সকাল পৌনে ১০টার দিকে সান্তাহার জংশন ষ্টেশন থেকে রাজশাহী অভিমুখে ছেড়ে যাওয়ার পর ষ্টেশনের আউটার সিগন্যালের কাছে ট্রেনটির ইঞ্জিন বিকল হয়ে যায়। বেলা ১১টা পর্যন্ত বিকল হওয়া ইঞ্জিন ঠিক না হওয়ায় আটকা পড়েছেন ওই ট্রেনের কয়েক’শ যাত্রী । ইঞ্জিনের সহকারি চালক (এএলএম) আবুল কালাম আজাদ জানান, ট্রেনটি ষ্টেশন থেকে ছেড়ে আসার পর ষ্টেশনের আউটার সিগন্যালের নিকট পৌছেলে ইঞ্জিনের ফুয়েল লাইন পুড়ে যায় এবং ইঞ্জিন বিকল হয়ে পড়ে । এ আবস্থায় সকাল পৌনে ১০টা পর্যন্ত সেখানেই আটকা পড়ে রয়েছে ।
সান্তাহার ষ্টেশনের সহকারি ষ্টেশন মাস্টার মৌসুমি আক্তার প্রথম আলোকে জানান, ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় ট্রেনটি আউটার সিগন্যালের নিকট আটকা পড়ে রয়েছে । ট্রেনটির সান্তাহার পৌছার নিদ্রীষ্ট সময় সকাল পৌনে নয়টায় হলেও সেটি প্রায় এক ঘন্টা বিলম্বে সান্তাহার পৌছে । এরপর সেটি ষ্টেশন থেকে পৌনে ১০টার দিকে ছেড়ে যাওয়ার পর ঘটনাস্থলে ইঞ্জিন বিকল হয় এবং সেখানেই ট্রেন আটকা পড়ে । এদিকে ইঞ্জিন বিকল হওয়ায় সেখানে ট্রেনে আটকা পড়া যাত্রীদের মধ্যে জয়পুরহাটের মাহাফুজ আলম, তালেব আলী, আব্দুল হাকিমসহ কয়েকজন জানান, তাঁদের মধ্যে প্রায় সকলেই রাজশাহীতে বিভিন্ন দাপ্তরিক কাজে যাবেন। ট্রেন নিদ্রিষ্ট সময় না যাওয়ায় তাঁরা চরম বিপাকে পড়বেন, হয়তবা সময় মত না পৌছার কারনে তাঁদের দাপ্তরিক কাজ হবে না। অনেক যাত্রী জানান, তাঁদের সাথে রোগী রয়েছেন, তাঁরা চিকিৎসার জন্য রাজশাহী যাচ্ছেন। রোগী নিয়ে তাঁদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। সহকারি ষ্টেশন মাস্টার মৌসুমি আক্তার জানান, বিষয়টি রেলওয়ে সংস্লিষ্ট কতৃর্পক্ষকে অবগত করা হয়েছে। ইশ্বরর্দী থেকে বিকল্প ইঞ্জিন আসার পর ট্রেনটি রাজশাহী অভিমুখে ছেড়ে যাবে। এ প্রতিবেদন পাঠানোর সময় দুপুর সাড়ে বারোটা পর্যন্ত ট্রেনটি ছেড়ে যায়নি।

 

উপরে