প্রকাশিত : ২৭ অক্টোবর, ২০২৪ ০১:০০
কিশোরগঞ্জে মাদ্রাসার আলেম ওলামাদের সাথে, সাবেক সংসদ সদস্য বিলকিস ইসলাম'র মতবিনিময়
নীলফামারী জেলা সংবাদদাতাঃ
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য বিলকিস ইসলামের সাথে কিশোরগঞ্জ উপজেলার বিভিন্ন মাদ্রাসার আলেম ওলামাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার [২৬ অক্টোবর] দুপুরে নীলফামারীর কিশোরগঞ্জের পানিয়ালপুকুরে তার, নিজ বাসভবনে উপজেলা মাদ্রাসার সেক্রেটারি আশরাফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য, সাবেক সংসদ সদস্য বিলকিস ইসলাম, বলেন “বিগত আওয়ামী লীগের শাসনামলে শিক্ষা ব্যবস্থা মুখ থুবরে পড়ে ছিল। সাধারণ অভিভাবক খুব দুশ্চিন্তায় পড়েছিল বাচ্চাদের ভবিষৎ নিয়ে। ২০০১ হতে ০৬ পর্যন্ত বিএনপির শাসনামলে শিক্ষা ব্যবস্থা ছিল নকল মুক্ত। কোন অটোপাশ ছিল না। শিক্ষকদের বাক স্বাধীনতা ছিল।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমি সৈয়দপুর ও কিশোরগঞ্জের মানুষের প্রতিনিধিত্ব করতে চাই।
সব সময় বাহিরের লোক এমপি হয় বিধায় আমাদের উপজেলার মাদরাসার উন্নয়নমূলক কোন অবকাঠামো চোঁখে পড়ে না। আমি সৈয়দপুর কিশোরগঞ্জের আসন থেকে মনোনয়ন পেলে শিক্ষা ব্যবস্থাকে রোল মডেল হিসাবে তৈরী করার চেষ্টা চালিয়ে যাবো, আমি আপনাদের পাশে আছি আগামীতে ও থাকব ইনশাআল্লাহ।”
এময় উপজেলার বিভিন্ন মাদ্রাসার আলেম ওলামাগণরা উপস্থিত ছিলেন।