প্রকাশিত : ২৯ অক্টোবর, ২০২৪ ১২:৫৩

ফুলবাড়ীর গণিপুর গ্রামের আইনজীবীর বাড়িতে অগ্নিসংযোগ: দগ্ধ ২

উপজেলা সংবাদদাতা, ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি-
ফুলবাড়ীর গণিপুর গ্রামের আইনজীবীর বাড়িতে অগ্নিসংযোগ: দগ্ধ ২

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার এলুয়াড়ী ইউনিয়নের গণিপুর গ্রামে জমিজমার বিরোধকে কেন্দ্র করে আইনজীবী সফিউল ইসলামের বাড়িতে প্রতিপক্ষের অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আইনজীবীসহ দুইজন অগ্নিদগ্ধ হয়েছেন এবং বাড়িটি ভস্মীভূত হয়ে ১০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। 

জানা যায়, গত ২৪ অক্টোবর ২০২৪ তারিখে আইনজীবী সফিউল ইসলাম ফুলবাড়ী থানায় একটি এজাহার দায়ের করেন। তিনি অভিযোগ করেছেন যে, ১৮ অক্টোবর ২০২৪ তারিখে বিকেল ৩টায় গণিপুর গ্রামের বাড়িতে চার্জার ভ্যানে করে ফিরছিলেন। এসময় একই গ্রামের মঞ্জুরুল ইসলাম [৫৭[, মোঃ জহুরুল ইসলাম [৫৬], নজরুল ইসলাম [৫৪[, সিরাজুল ইসলাম [৪৮[ সহ প্রায় ২০ জন দলে দলে এসে সফিউল ইসলামকে হত্যার উদ্দেশ্যে দক্ষিণ পাড়া ও মাঝাপাড়ার মধ্যে ব্রীজের উত্তর পাশে পথ রোধ করে। তাদের সঙ্গে তর্কবিতর্কের পর আইনজীবী আত্মচিৎকার করলে স্থানীয়রা ঘটনাস্থলে উপস্থিত হয়। প্রতিপক্ষরা পালিয়ে যাওয়ার সময় হত্যা ও অগ্নিসংযোগের হুমকি দেয়।

২৪ অক্টোবর, ২০২৪ তারিখে সফিউল ইসলাম তার পিতার দক্ষিণ দুয়ারী ঘরে অবস্থান করছিলেন। রাত ২টার দিকে উল্লেখিত ব্যক্তিরা হত্যা করার উদ্দেশ্যে বসবাড়ীতে অগ্নিসংযোগ করে। এতে বসগৃহ, মালামাল, নগদ টাকা ও জমিজমার কাগজপত্র পুড়ে যায়। সফিউল ইসলাম ও তার চাচাতো ভাই রাকিবুল ইসলাম অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত হন। তাদেরকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়, পরে ঢাকার হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এবং বগুড়ার টিএমএসএস মেডিকেল ও রফাতুল্লাহ্ কমিউনিটি হাসপাতালে চিকিৎসা চলছে। বর্তমানে তাদের অবস্থা সংকটজনক।

এ ঘটনায় সফিউল ইসলাম ২৪ জনের বিরুদ্ধে ফুলবাড়ী থানায় একটি মামলা দায়ের করেছেন, মামলা নং ০৯। ধারা: ১৪৩/৩৪১/৩২৩/৩০৭/৮৩৬/৪২৭/৫০৬/১১৪। 

এ বিষয়ে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ খন্দকার মহিববুল ইসলাম জানান, মামলা হয়েছে এবং তদন্ত চলছে। তদন্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

উপরে