প্রকাশিত : ৩০ অক্টোবর, ২০২৪ ০০:১১

গাবতলীতে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

উপজেলা সংবাদদাতা, গাবতলী, বগুড়াঃ
গাবতলীতে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

জামায়াতের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে গতকাল সোমবার বগুড়ার গাবতলী উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে বিক্ষোভ মিছিল শেষে স্থানীয় হাইস্কুল মাঠে এক সমাবেশ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যক্ষ মাওঃ ইউনুছ আলীর সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর নির্বাহী কমিটির সদস্য মাওঃ আব্দুল মজিদ। অন্যান্যদের মধ্য বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর সদস্য মাওঃ আঃ বাছেদ, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী অধ্যাপক আঃ ওয়াদুদ, পৌর জামায়াতের আমীর অধ্যক্ষ আশরাফুল ইসলাম, উপজেলা ওলামা পরিষদের সভাপতি সুপার মাওঃ আব্দুর রহমান, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি রেজাউল করিম, জামায়াত নেতা অধ্যাপক মোরশেদুল, আবু হানিফ, মাওঃ জাহিদুল ইসলাম, মাওঃ সাইফুল ইসলাম, মাওঃ সিরাজ উদ্দিন, মাওঃ আবুল কাশেম, মাওঃ জিয়াউর রহমান, মাওঃ আঃ রাকিব, মাওঃ মোহাম্মাদ আলী, মাওঃ ইউনুছ আলী, আবু সাইদ, মাওঃ এনামুল হক প্রমুখ। 

 

উপরে