প্রকাশিত : ৩০ অক্টোবর, ২০২৪ ০০:৩২

ধুনটে ইলিশ সংরক্ষণ অভিযানে আটককৃত ৫ জনকে ৭ দিনের কারাদণ্ড

উপজেলা সংবাদদাতা, ধুনট, বগুড়াঃ
ধুনটে ইলিশ সংরক্ষণ অভিযানে আটককৃত ৫ জনকে ৭ দিনের কারাদণ্ড

বগুড়ার ধুনটে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে যমুনা নদী থেকে মা ইলিশ সংগ্রহ ও জাটকা ইলিশ ধরায় ৫ জনকে আটক করে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার [২৮ অক্টোবর] সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভান্ডারবাড়ী ইউনিয়নের যমুনা নদীতে কারেন্ট জাল দিয়ে মাছ ধরার সময় তাদেরকে আটক করা হয়।

পরে দোষ স্বীকার করায় তাদের প্রত্যেককে ৭ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও ধুনট উপজেলা নির্বাহী অফিসার [ইউএনও] খ্রিষ্টফার হিমেল রিছিল। এসময় ধুনট উপজেলা মৎস্য অফিসার মীর্জা ওমর ফারক সহ পুলিশ ও আনছার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

এবিষয়ে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও ধুনট ইউএনও খ্রিষ্টফার হিমেল রিছিল বলেন, ধুনট উপজেলাধীন যমুনা নদীতে চার ঘণ্টাব্যাপী মা ইলিশ সংরক্ষণ অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় প্রায় ৭ হাজার মিটার নিষিদ্ধ ঘোষিত কারেন্ট জাল ও প্রায় ৭ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। কারেন্ট জাল ব্যবহার করে ইলিশ মাছ আহরণ করায় পাঁচ জেলের প্রত্যেককে ৭ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। পরে জব্দকৃত ইলিশ মাছ ধুনট দারুল উলুম কওমি মাদ্রাসায় বিতরণ করা হয় এবং নিষিদ্ধ কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।


বগুড়ার ধুনটে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে যমুনা নদী থেকে মা ইলিশ সংগ্রহ ও জাটকা ইলিশ ধরায় ৫ জনকে আটক করে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও ইউএনও খ্রিষ্টফার হিমেল রিছিল। ছবি— উপজেলা সংবাদদাতা। 

উপরে