সংবাদ সম্মেলনে বড়পুকুরিয়া কয়লাখনির ক্ষতিগ্রস্তদের দাবি
দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনি থেকে কয়লা উত্তোলনের ফলে ১২টি গ্রামের বাসিন্দাদের ঘরবাড়িতে ফাটল দেখা দেওয়ায় ক্ষতিপূরণের দাবিতে সংবাদ সম্মেলন করেছে ক্ষতিগ্রস্তদের দাবি আদায় বাস্তবায়ন কমিটি।
গতকাল মঙ্গলবার সকাল ১১:৩০টায় কমিটির কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন মোঃ গোলাম মোস্তফা। তিনি জানান, কয়লা খনির কারণে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ২০২৩ ও ২০২৪ সালে একাধিক লিখিত অভিযোগ দাখিল করা সত্ত্বেও খনি কর্তৃপক্ষ এখনও কোনো পদক্ষেপ গ্রহণ করেনি।
গোলাম মোস্তফা ছয় দফা চুক্তির কথা উল্লেখ করে বলেন, এ চুক্তির মধ্যে ক্ষতিগ্রস্তদের চাকরি প্রদান, দ্রুত পুনর্বাসন, ভূমিহীন পরিবারদের আবাসনের ব্যবস্থা, অবশিষ্ট ক্ষতিপূরণ প্রদান, ও মসজিদ, স্কুল, কলেজ, হাসপাতাল নির্মাণ অন্তর্ভুক্ত।
তিনি আরও জানান, গত ৩০ বছরে এলাকাবাসী কোনো প্রতিকার পায়নি, যা তাদের উপর চলমান অত্যাচার হিসেবে অভিহিত করেন। বক্তারা জানিয়েছেন, দাবিগুলো বাস্তবায়ন না হলে আগামী ৬ নভেম্বর ২০২৪ তারিখে কয়লাখনি চত্ত্বরে অবস্থান কর্মসূচী পালন করবেন।