প্রকাশিত : ৩১ অক্টোবর, ২০২৪ ১০:১৭
নাটোরে সাধারণত শিক্ষার্থীদের সাথে মত বিনিময় করলেন কেন্দ্রীয় ছাত্রদল নেতৃবৃন্দ
নাটোর জেলা সংবাদদাতাঃ

জুলাই ২৩, -২০২৩ বিএনপি কতৃক ঘোষিত সংবিধান ও রাষ্ট্র ব্যবস্থার গণতান্ত্রিক সংস্কার এবং অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে আগামীর দেশ নায়ক তারেক রহমানের নির্দেশনায় ৩১ দফা দাবির মধ্যে ২৫ নং দাবি সাধারণত ছাত্র-ছাত্রীদের মাঝে তুলে ধরার লক্ষ্যে নাটোরে মত বিনিময় করেন কেন্দ্রীয় ছাত্রদল নেতৃবৃন্দ। বুধবার (৩০ অক্টোবর) বেলা ১২ টার দিকে নাটোর নবাব সিরাজ উদ-দৌলা সরকারি কলেজ ও দিঘাপতিয়া এম কে কলেজ এর আয়োজনে এই মত বিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন নাটোর জেলার দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় ছাত্রদলের প্রতিনিধি টিমের সদস্য - সহ সভাপতি নিজাম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক জিসান ও সজিব, নাটোর জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক মারুফ ইসলাম সৃজন, সাংগঠনিক সম্পাদক চমক হাসান সহ সাধারণ ছাত্র-ছাত্রীরা।
বর্তমান শিক্ষাক্ষেত্রে বিরাজমান নৈরাজ্য দূর করিয়া নিম্ন ও মধ্য পর্যায়ে চাহিদা ভিত্তিক শিক্ষা (Need Based Education) এবং উচ্চ শিক্ষার ক্ষেত্রে জ্ঞান ভিত্তিক শিক্ষাকে (Knowl-edge based education) প্রাধান্য দেওয়া হইবে। গবেষনায় বিশেষ গুরুত্ব প্রদান করা হইবে। একই ভাষার শিক্ষা ও মাতৃভাষায় শিক্ষাকে অগ্রাধিকার দেওয়া হইবে। ভবিষ্যতের নেতৃত্ব গড়ে তুলতে শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত ছাত্র সংসদ নির্বাচনের ব্যবস্থা করা হইবে। যোগ্য দক্ষ ও মানবিক জনগোষ্ঠী গড়িয়া তোলার লক্ষ্যে জাতীয় বাজেটে শিক্ষাখাতে জিডিপির ৫% বরাদ্দ প্রদান করা হইবে। অর্থনৈতিক প্রবৃদ্ধির সাথে সঙ্গতিপূর্ণ ভাবে ক্রমান্বয়ে শিক্ষা ও স্বাস্থ্যের মতো জনস্বার্থ সংশ্লিষ্টখাতে বরাদ্দ বৃদ্ধি করা হইবে। দক্ষ মানবসম্পদ সৃষ্টির লক্ষ্যে শিক্ষা প্রযুক্তি ও প্রশিক্ষণ সহ সংশ্লিষ্ট সকল খাতকে ঢালিয়া সাজানো হইবে। শিক্ষা, শিল্প, বিজ্ঞান ও প্রযুক্তি এবং উৎপাদন খাতে গবেষণা ও উন্নয়নকে (Research and Development) সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হইবে। ক্রীড়া উন্নয়ন ও জাতীয় সংস্কৃতির বিকাশে যথাযথ ব্যবস্থা গ্রহন করা হইবে। অনৈতিক আকাশ সংস্কৃতি ও সাংস্কৃতিক আগ্রাসন রোধ করা হইবে।
মত বিনিময়কালে কেন্দ্রীয় ছাত্রদল নেতৃবৃন্দ কলেজের ছাত্র ছাত্রী দের কাছ থেকে ছাত্র রাজনীতি চর্চা বা ছাত্র রাজনীতি নিয়ে তাদের মতামত শোনেন এবং কলেজ প্রাঙ্গণে গাছের চারা রোপন করেন।