গাবতলীতে পুকুরে বিষ প্রয়োগে ৫ লক্ষাধিক টাকার মাছ নিধন

বগুড়ার গাবতলীতে পূর্ব শত্রুতার জের ধরে রাতের আধারে পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ৫লক্ষাধিক টাকার মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে রামেশ্বরপুর ইউনিয়নের সাগাটিয়া দক্ষিণপাড়া গ্রামে।
জানা গেছে, গাবতলী উপজেলার রামেশ্বরপুর ইউনিয়নের সাগাটিয়া দক্ষিণপাড়া গ্রামের মৎস্যচাষী আব্দুল মজিদ টুকু ৩বিঘা জমির পুকুরে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন জাতের মাছ চাষ করে আসছে। গত ২৯শে অক্টোবর দিবাগত রাতে কে বা কাহারা ওই পুকুরে গ্যাস ট্যাবলেট প্রয়োগ করেছে। যার কারণে পুকুরের সব মরে ভেসে উঠেছে। এতে করে প্রায় ৫/৬লক্ষাধিক টাকার ক্ষতিসাধিত হয়েছে। তিনি নিরুপায় হয়ে কান্নায় ভেঙ্গে পড়েন। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফ আহম্মেদ ও উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল মজিদ। মৎস্য কর্মকর্তা আরিফ আহম্মেদ জানান, পুকুরে গ্যাস ট্যাবলেট প্রয়োগ করা হয়েছে। যার কারণেই পুকুর সমস্ত মাছ এবং জলজ প্রাণীও মারা যাচ্ছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় লিখিত অভিযোগের প্রস্তুতি চলছে। এ ব্যাপারে থানার ওসি আশিক ইকবাল বলেন, এ সংক্রান্ত অভিযোগ এখনও পাইনি। তবে অভিযোগ পেলে তদন্ত স্বাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।