প্রকাশিত : ৪ নভেম্বর, ২০২৪ ১০:৪১

আগামী ১০০ বছরেও এ দেশের মানুষ আ'লীগকে গ্রহন করবে না- নাটোরে দুলু

নাটোর জেলা সংবাদদাতাঃ
আগামী ১০০ বছরেও এ দেশের মানুষ আ'লীগকে গ্রহন করবে না- নাটোরে দুলু

গত ১৬ বছরে আ'লীগের অত্যাচার, নিপীড়ন, গুম হত্যা সহ সকল অপকর্ম এ দেশের মানুষ সহ্য করেছে। সকল জুলুম নিরবে দেখেছে, যারাই প্রতিবাদ করেছে তাূদের জেলে ভরে, নির্বিচরে হত্যা করা হয়েছে। তাই বাংলাদেশের মানুষ আগামী এক'শ বছরেও আ'লীগকে আর গ্রহন করবে না। 

শনিবার (০২ নভেম্বর) বিকালে নাটোর সদর উপজেলার ৩নং দিঘাপতিয়া পিএন উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপি আয়োজিত এক কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তৃতায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী এ্যাডঃ এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু এসব কথা বলেন।  
তিনি বলেন, ১৬ বছরের আ'লীগ শাসন -শোষন এতটাই নির্মম ছিল যে, জুলাই - আগষ্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে হাসিনা কে দেশ ছেড়ে পালাতে হয়েছে। আওয়ামীলীগ মানুষের ভোট ও ভাতের অধিকার হরন করে প্রহসনের নির্বাচনের মাধ্যমে অবৈধভাবে ক্ষমতা দখল করেছিল। শেখ হাসিনা পালিয়ে পাশের দেশ ভারতে বসে দেশকে অশান্ত করে তুলতে তার লোকদের কুবুদ্ধি দিচ্ছে। তিনি আরও বলেন, শেখ মজিবর রহমানের পতনের পর ২১বছর আ'লীগ ক্ষমতায় আসতে পারেনি। ছাত্র-জনতা হত্যা করেছে, যারা বাংলাদেশের অর্থ লুটপাট করে বিদেশে পাচার করেছে, সারাদেশে সন্ত্রাসের রাজ্যে পরিনত করেছিল, এই সন্ত্রাসী দলকে জনগণ কোনদিনই মেনে নিবে না। 
দুলু বলেছেন, হাসিনা সরকার তার আ'লীগের লোকজন ছাড়া সাধারন মানুষ কাউকে চাকরী দেয় নাই, বিএনপি ক্ষমতায় এলে বৈষমহীনভাবে বেকারদের চাকরি ও কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। তিনি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দবি করেন অবিলম্বে খুনি,ফ্যাসিস্ট পলাতক হাসিনাকে দেশে ফিরিয়ে এনে গণহত্যা সহ সকল অপকর্মের বিচার করার।
দুলু নেতা কর্মীদের হুশিয়ার করে বলেন, বিএনপিতে কোন সন্ত্রাসীর ঠাই হবে না। দলের কেউ যদি চাঁদাবাজি, জমি,পুকুর দখল এবং মানুষের উপর নির্যাতন করে তাহলে দলীয়ভাবে বহিষ্কার করা হবে। তিনি আওয়ামীলীগের যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানান। 
দিঘাপতিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে আরোও বক্তব্য রাখেন, জেলা বিএনপির (ভারপ্রাপ্ত) আহবায়ক শহিদুল ইসলাম বাচ্চু, জেলা বিএনপি নেতা ও দুলুর সহধর্মিণী সাবিনা ইয়াসমিন ছবি, জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ, যুগ্ম আহবায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন, কাজী শাহ আলম, নাটোর সদর
থানা বিএনপির সভাপতি অধ্যক্ষ রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক ফয়সাল আলম আজাদ প্রমুখ। 
উপরে