প্রকাশিত : ৬ নভেম্বর, ২০২৪ ০১:১০

নিয়ামতপুরে চাকুরীর প্রলোভন দেখিয়ে টাকা আত্মসাতের অভিযোগ

উপজেলা সংবাদদাতা, নিয়ামতপুর, নওগাঁঃ
নিয়ামতপুরে চাকুরীর প্রলোভন দেখিয়ে টাকা আত্মসাতের অভিযোগ
নওগাঁর নিয়ামতপুরে ইসলামী ফাউন্ডেশনে চাকুরী দেওয়ার প্রলোভন দেখিয়ে টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। 
সোমবার (০৪ নভেম্বর) দুপুরে নিয়ামতপুর থানার ভুক্তভোগী আকবর আলী লিখিত অভিযোগ দায়ের করে।
অভিযুক্ত রাসেল আহম্মেদ নিয়ামতপুর উপজেলায় শ্রীমন্তপুর ইউনিয়নের হরিপুর গ্রামের মিরাজ আলীর ছেলে।
অভিযোগ সূত্রে জানা যায়, রাসেল আহম্মেদ নিয়ামতপুর উপজেলা ইসলামী ফাউন্ডেশনের সাধারণ কেয়ারটেকার হিসেবে কর্মকত ছিল বলে পরিচয় দেয়। এই সুবাদে আকবর আলীর সাথে তার পরিচয় হয়। নিয়ামতপুর উপজেলা ইসলামী ফাউন্ডেশনের আওতায় উপজেলার পাড়ইল ইউনিয়নের দায়িত্বে আকবর আলীকে নিয়োগ দেবে বলে তার কাছ থেকে গত ২৮ শে জানুয়ারি ১ লাখ টাকা নেয়। পরে আকবর আলীকে সেখানে চাকুরী হয়না। এরপর তিনি অভিযুক্তর নিকট টাকা ফেরত চাইলে রাসেল আহম্মেদ টাকা ফেরত দিতে অস্বীকার জানায়।
এ বিষয়ে অভিযুক্ত রাসেল আহম্মেদের সাথে মুঠোফোন যোগাযোগ করা হলে তিনি জানান, ঘটনার সাথে তিনি জড়িত নয়৷
নিয়ামতপুর থানার ওসি হাবিবুর রহমান বলেন, অভিযোগ পেয়েছি। তদন্তে সাপেক্ষে প্রয়োজনীয়ও ব্যবস্থা নেওয়া হবে।
উপরে