রংপুরে ন্যায় বিচারের দাবিতে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন
রংপুরে ন্যায় বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেন একটি ভুক্তভোগী পরিবার। গতকাল মঙ্গলবার (৫ নভেম্বর) বিকালে রংপুর রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ভুক্তভোগী মোছাঃ ইরিনা নাহার। সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমি একজন এতিম মেয়ে, আমার বাবা, মা, ভাই-বোন কেউ নেই। আমি পরিবার নিয়ে খুব কষ্টে জীবন জাপন করছি। আমার বাবা মৃত্যুর আগে নগরীর আলমনগর এলাকায় ৫টি দোকান ঘর রেখে যায়। বাবা বেচে থাকতে দোকাগুলো মোঃ গেলাম মাহাবুব, মোঃ বকুল মিয়া, মোছাঃ আইরিন পারভিন, চন্দন সরকার এর কাছে দোকান ভাড়া চুক্তিপত্র করেন। পরে ২০১৫ সালে বাবা মারা যাওয়ার পর তারা আমার সাথে নতুন ভাবে চুক্তিপত্র করেন। চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরেও গত ৯ বছর থেকে তারা ভাড়া না দিয়ে আমার সাথে কালখেপন করছে। তারা এতিমের সরলতার সুযোগ নিয়ে দোকানগুলো ছেড়ে না দিয়ে, দখল করে আমাকে বিভিন্ন ধরনের হুমকি প্রদান করছে। তাই আমি ন্যয় বিচারের জন্য আন্তর্বতী কালীন সরকারের প্রধান উপদেষ্টার সহযোগিতা কামনা করছি। যারা এতিমের হক মেরে খায় আমি তাদের বিচার চাই।