নাগেশ্বরীতে আগাম আমন ধান কাটা মাড়াই পুরো দমে শুরু হয়েছে
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় আগাম আমন ধান কাটা মাড়াই পুরো দমে শুর হয়েছে। এবারের আবহাওয়া অনুকুলে থাকায় কৃষকের পরিশ্রম ও কৃষি অফিসের পরামর্শে বাম্পার ফলন হয়েছে আমন ধানের। অন্যদিকে শুর হয়েছে নতুন ধান বেচা বিক্রীসহ পিঠা মুরি পায়েশ খাওয়ার ধুম। গরীব অসহায় কেটে খাওয়া শ্রমীকগন ফিরে পেয়েছে তাদের রুজি রোজগারের কাজ। কৃষকরা তাদের উৎপাদিত ফসল এখন ঘরে তোলা শুর করেছে। মাঠে ঘাটে বাসা বাড়ীতে কৃষক কৃষানীরা নতুন ধান কাটা মাড়াইয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন তারা। বিঘা প্রতি জমিতে ১৫ থেকে ১৬ মন করে ধান উৎপাদন হয়েছে যা হাটে বাজাওে বিক্রী হচ্ছে মন প্রতি ১ হাজার থেকে ১২শত দরে। পৌরসভার বাগডাঙ্গা গ্রামের কৃষক ছালাম,মেহেদী হাসান,কামাল,বেলাল হোসেন, আমির আলী,খলিলুর রহমান, ইয়াকুব আলী,আমির হোসেন, হাফিজুর রহমান,সিরাজুল ইসলাম,নেওয়াশী ইউনিয়ন বোর্ড বাজারের মীর কাশেম,পশ্চিম নাগেশ্বরী গুন্ডির চরের জাহেদুল ইসলাম মোহাম্মদ আলী,বামনডাঙ্গা গ্রামের আফজাল হেসেন, হাসনাবাদ গ্রামের আখের আলী সুখাতী বোটঘরের খলিলসহ বিভিন্ন এলাকার কৃষক জানান, এবার জমিতে সঠিক সময়ে বীজ বপন, নিয়মিত সার প্রয়োগ, সময় মত আগাছা পরিস্কার করা কীটনাশক ব্যবহার কৃষি অফিসের পরার্মশ নিয়ে চাষাবাদ করা হয়েছে এবং অনুকূল আবহাওয়ার কারণে ধানের ফলন ভাল হয়েছে। কৃষি অফিসের সহেযোগীতায় সার বীজ কীটনাশক কৃষকের কাছে বিতরণ করা হয়, ভাল ফলন অর্জনের পরার্মশ দেয়া হয়েছে। আগাম আমন চাষ ও কাটামারী শুরু হয়েছে এছারাও ভাল ফলন হয়েছে, ২৩৩৫ হেক্টর জমিতে আমন চাষাবাদ হয় বলে জানান কৃষি কর্মকর্তা কৃষিবীদ শাহরিয়ার হোসেন।