আদমদীঘিতে পলিথিন বিরোধী অভিযানে ইউএনও
বগুড়ার আদমদীঘিতে পলিথিন (প্লাস্টিক) বিরোধী অভিযানে উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজ। গত মঙ্গলবার সন্ধ্যায় আদমদীঘি নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার পরিদর্শন করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আদমদীঘি শাখার প্রতিনিধি আল ফাহাদ।
উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজ বলেন, সরকার পলিথিন ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়েছেন। সারাদেশে জেলা-উপজেলাতে পলিথিন (প্লাস্টিক) বিরোধী অভিযান শুরু করেছেন। সারাদেশের ন্যায় বগুড়ার আদমদীঘিতে এই অভিযান কার্যক্রম শুরু হয়। গত মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার মাছ বাজার, নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার, বিভিন্ন সামগ্রীর দোকানে পলিথিন ব্যবহার না করতে সকলকে নিষেধ করা হয় এবং বাজারে ছোট-বড় ব্যবসায়ীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, পলিথিন ব্যবহারের কারনে আমাদের পরিবেশে ব্যাপক ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে। এর থেকে আমাদের সকলকে সচেতনতা বৃদ্ধি করতে হবে। বিষয়টি নিয়ে কঠোরভাবে আমরা কাজ করবো। ইচ্ছে করলে আমরা পলিথিনের পরিবর্তে পাটজাত দ্রব্য ব্যবহার করতে পারি। এটার বাস্তবায়ন করা এখনও সম্ভব। সরকারও এ বিষয় নিয়ে খুবই তৎপর রয়েছে। অন্যথায় এ ব্যাপারে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।