প্রকাশিত : ৭ নভেম্বর, ২০২৪ ১০:৩০

গাবতলীর কাগইল ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ইউএনও’র নিকট অভিযোগ

উপজেলা সংবাদদাতা, গাবতলী, বগুড়াঃ
গাবতলীর কাগইল ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ইউএনও’র নিকট অভিযোগ

বগুড়া গাবতলীর কাগইল ইউনিয়ন পরিষদে হাট বাজারের ১৫ পারসেন্টসহ বিভিন্ন প্রকল্পের কাজ ইউপি সদস্যদের না জানিয়ে নামেমাত্র কাগজে-কলমে কাজ দেখিয়ে লুটপাট করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। গতকাল বুধবার ইউএনও নুসরাত জাহানের বরাবরে লিখিত অভিযোগটি দাখিল করেন ওই পরিষদের ৮জন ইউপি সদস্য। অভিযোগে উল্লেখ করা হয়েছে, কাগইল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আ: রশিদ মোল্লা হাট বাজারের ১৫ পারসেন্টসহ বিভিন্ন প্রকল্পের কাজ নামেমাত্র দেখিয়ে লাখ লাখ টাকা লুট করে। এখন লুটপাটের ওই পথ অনুসরন করে অনিয়মতান্ত্রিকভাবে কাজ করার চেষ্টা করছেন প্যালেন চেয়ারম্যান-২ আবু জাফর। এই আবু জাফর রেজুলেশন ছাড়াই বিভিন্ন প্রকল্প সংশ্লিষ্ট দপ্তরে দাখিল করেছেন। তিনি মনগড়াভাবে পরিষদ চালানোর চেষ্টা করছেন। তাই প্যালেন চেয়ারম্যান-২ আবু জাফরকে অপসারণ করে কাগইল ইউনিয়ন পরিষদকে রক্ষা করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে গাবতলীর ইউএনও’কে লিখিতভাবে অনুরোধ করেছেন ওই পরিষদের ৮জন ইউপি সদস্য। ইউপি সদস্যরা হলেন, মঞ্জুরুল ইসলাম, মিলন মিয়া, আব্দুস সাত্তার, বাবলু, জাহাঙ্গীর আলম, সাজেদুর রহমান শামীম, আনছার আলী এবং জাহানারা বেগম। এ ব্যাপারে ইউএনও নুসরাত জাহান বন্যা বলেন, এ সংক্রান্ত একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। 

 

উপরে